প্রত্যেক বছর ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের কাছে মনোরঞ্জনের অন্যতম একটি ডেস্টিনেশন এমএম তরাই। এবার বালাসনের গ্রাসে এই জনপ্রিয় জায়গা! বালাসনের তোড়ে উড়ে গিয়েছে বাঁশের সেতু, পিকনিক পার্টির জন্য থাকা একাধিক সরঞ্জাম, ৫টি দোকান। ৫০ মিটার নদী গতিপথ পরিবর্তন করে নদীপাড় আজ বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে। পাড় তলিয়ে গিয়ে এই গ্রাম আজ আতঙ্কে ভুগছে।
advertisement
আরও পড়ুনঃ নারকেল গাছের মাথায় ‘ওটা’ কে বসে? উপরে তাকাতেই এলাকাবাসী যা দেখলেন…! হাওড়ায় হুলুস্থুল
মাঝে আর মাত্র একটা মাস, এরপরেই ডিসেম্বর। প্রত্যেক বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এমএম তরাই পিকনিক স্পটে পর্যটকদের ভিড় দেখা যায়। তবে এখন যা অবস্থা, পর্যটকরা এই এলাকায় কী দেখতে আসবেন? এই নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী।
জানা যাচ্ছে, এখনও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির ও বৌদ্ধ গুম্ফা। জল বাড়ছে, এতে তলিয়ে যেতে পারে মন্দির। এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। বাঁধ নির্মাণ না হলে বালাসন এই এলাকা গিলে খেতে পারে বলে ভয় দেখা দিয়েছে। জমজমাট ভিড় থাকা এই পিকনিক স্পট এখন কেমন দেখতে আসছেন পর্যটকরা। তাঁরাও আতঙ্কে ভুগছেন।