বিশ্বজিৎ মিশ্র, ফাঁসিদেওয়া: বাবার পরকীয়া সম্পর্ক, এতেই দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি! এর জেরে ছেলের হাতে খুন হল বাবাকে। ফাঁসিদেওয়ার কান্তিভিটার এলাকার ঘটনা। মৃত ভুজেল মুর্মু গয়াগঙ্গা চা বাগানের শ্রমিক।
বুধবার বাড়ি থেকে মৃতের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। বাড়ির উঠোনেই পড়েছিল মৃতদেহ। জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, মাকে কটুক্তি করায় রাগের বসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন!
advertisement
এদিন মৃতের ছেলে প্রতাপ মুর্মু ধারালো অস্ত্র দিয়ে খুন করে বাবাকে। খবর পেয়ে ফাঁসিদেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। ঘটনায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত প্রতাপ মূর্মূ। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন থেকেই পরিবারের সমস্যা চলছিল। আগে এ নিয়ে বাড়িতে সালিশিও বসেছিল। ঘটনায় শোকের ছায়া এলাকায়।