TRENDING:

Sikkim Flash Flood: সিকিমে আটকে বঙ্গের প্রায় ২০০০ পর্যটক! হড়পা বানে নিখোঁজ ১৪, তিনটি মৃতদেহ উদ্ধার

Last Updated:

ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৪টি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে মোট ৩৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, অন্যত্র সরানো হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি৷ লেক লুনকে জল প্লাবনে চুঙথাং বাঁধে ফাটল৷ বানভাসি সিকিমের একাধিক এলাকা৷ ভেঙেছে কংক্রিটের ব্রিজ৷ ধসে গিয়েছে জাতীয় সড়ক৷ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারেজের উপরেও জলের বিপুল চাপ এসেছে পড়েছে৷ যার জেরে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ বিকেলে একটি বিবৃতির মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির কথা জানাল নবান্ন৷
advertisement

বিবৃতিতে জানানো হয়েছে, সিকিমে বর্তমানে আটকে পড়েছেন কমপক্ষে ২০০০ পর্যটক৷ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁদের অবস্থান ও পরিস্থিতি সংক্রান্ত তথ্য তাঁদের পরিবারকে জানানো হয়েছে৷ পর্যটন দফতরের তরফে খোলা হয়েছে 24×7 Control Room (1800-212-1655 ও +91-9051888171)৷

আরও দেখুন: সিকিমে ভয়াবহ দুর্যোগ! পর্যটকদের ফেরাতে কলকাতা পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা, শিলিগুড়িতে বসল হেল্প ডেস্ক

advertisement

উত্তরবঙ্গে এখনও পর্যন্ত তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে৷ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর থেকে খোঁজ মিলছে না সিকিম সীমানা সংলগ্ন কালিম্পংয়ের লাভা ব্লকের ১৪ জন বাসিন্দার৷ তাঁদের মধ্যে ১৩ জন রংপো ফরেস্ট ভ্যালির বাসিন্দা৷ এক জন তারখোলার৷

ইতিমধ্যেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৪টি দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে৷ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার মিলিয়ে মোট ৩৯টি ত্রাণশিবির খোলা হয়েছে, অন্যত্র সরানো হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে৷ জলপাইগুড়ির দোমোহনির কাছে বিপদসীমার খুব কাছ দিয়ে বইছে তিস্তা নদী৷

advertisement

আরও দেখুন: Sikkim Flood News: কাদামাটির জলের তোড়ে দু’টুকরো সেতু, প্রাণ ভয়ে গাছের উপরে মানুষ! সিকিমের এইসব ছবি দেখলে শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা
আরও দেখুন

গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে প্রায় ৪০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি৷ ফলে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে৷ যদিও হাওড়া ও হুগলিতে নদীর জলস্তর কমতে শুরু করেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৫টি দল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Flash Flood: সিকিমে আটকে বঙ্গের প্রায় ২০০০ পর্যটক! হড়পা বানে নিখোঁজ ১৪, তিনটি মৃতদেহ উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল