সূত্রের খবর রাত ২ টো নাগাদ প্রবল বৃষ্টি নামে। সেই প্রবল বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে পড়ে চতুর্থ শ্রেণীর মৃত পড়ুয়ার বাড়ির উপর। রাতভর খোঁজ মেলেনি দুই শিশুর। সকাল সাড়ে ৮টায় নিথর দেহ উদ্ধার করা হয়। এলাকাজুড়ে শোকের আবহ৷ জলের পাইপ লাইন ধসে চাপা। পানীয় জল নেই। কাল বিকেলে বিদ্যুৎ ফিরে পেয়েছে। তীব্র জলকষ্টে গ্রাম।
advertisement
প্রসঙ্গত, বৃষ্টিতে ধস এবং বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুধিয়া থেকে মিরিক যাওয়ার পথের সেতু ভেঙে গিয়েছে। একাধিক জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। মিরিকে ঘুরতে গিয়ে ৮ বছরের এক শিশুকন্যার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। একই দিনে মিরিকে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও থাকবেন তাঁর সঙ্গে।