TRENDING:

Islampur Shootout: ইসলামপুরে শ্য়ুটআউট! চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে তৃণমূল নেতাকে পর পর গুলি, নেপথ্যে কী কারণ?

Last Updated:

যদিও ঠিক কী কারণে তাঁর স্বামীকে এমন নৃশংস ভাবে খুন করা হয়েছে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন নিহতের স্ত্রী৷ ধাবা মালিকের ভাইয়ের দাবি, প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলেছে। ঘটনার পর থেকেই তাঁরা ভয়ে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরবঙ্গ: রাজ্যে ফের শ্যুটআউট৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধাবায় সামনে বসিয়ে গুলি করে খুন তৃণমূল নেতা।  উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাদারিহাটের ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা৷ জখম প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ তাঁকে মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷
advertisement

নিহতের নাম বাপি রায়৷ তিনি আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীও। বাড়ি ইসলামপুর থানার শিবনগর কলোনি এলাকায়। এর আগে বাপি রায় জাল মদ তৈরির অভিযোগে জেলও খেটেছেন। পাশাপাশি, জমির কেনা বেচা সহ ঠিকাদারি কাজও করতেন তিনি।

নিহতের স্ত্রী জানিয়েছেন, শনিবার সন্ধে নাগাদ বাড়িতে চা খাচ্ছিলেন তাঁর স্বামী৷ তখনই তাঁর কাছে একটি ফোন আসে৷ ফোনে পার্টির কোনও মিটিং আছে বলে জানানো হয়৷ তারপরেই দলের সদস্যদের সঙ্গে দেখা করতে বাপি বেরিয়ে যান৷ বাপির স্ত্রীয়ের দাবি, ওই ধাবায় দলের লোকেরাও উপস্থিত ছিলেন৷ সেখানেই চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে খুন করা হয় তাঁর স্বামী বাপি রায়কে৷

advertisement

আরও পড়ুন: অবশেষে কাটল জট! সোমবার পিএইচডি-র জন্য ভর্তি হচ্ছেন জেলবন্দি অর্ণব দাম

যদিও ঠিক কী কারণে তাঁর স্বামীকে এমন নৃশংস ভাবে খুন করা হয়েছে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে জানিয়েছেন নিহতের স্ত্রী৷ ধাবা মালিকের ভাইয়ের দাবি, প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চলেছে। ঘটনার পর থেকেই তাঁরা ভয়ে রয়েছেন।

advertisement

এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন আইজি নর্থবেঙ্গল৷ তিনি বলেন, ‘‘একটা ঘটনা ঘটেছে, তদন্ত চলছে।’’ যদিও তিনি ঘটনার বিষয়ে তেমন কোনও মন্তব্য করেননি। ঘটনাস্থলের জায়গা দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। সকাল থেকেই এলাকা থমথমে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে ইসলামপুর থানা।

আরও পড়ুন: ছেলের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে জগদগুরু রামভদ্রাচার্যের পদধূলি নিলেন মুকেশ ও নীতা আম্বানি

advertisement

এলাকাবাসীর দাবি, বাপি ভাল স্বভাবের মানুষ ছিলেন। গ্রামবাসীর দাবি, রাজনৈতিক কারণেই তাঁকে খুন করা হয়েছে। ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন নিহতের স্ত্রীয়ের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যরা৷ ধাবা বন্ধ রেখে ধাবার মালিক ও এক কর্মীকে জেরা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেট।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পার্থপ্রতিম সরকার, চঞ্চল মোদক

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Islampur Shootout: ইসলামপুরে শ্য়ুটআউট! চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে তৃণমূল নেতাকে পর পর গুলি, নেপথ্যে কী কারণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল