TRENDING:

North Bengal Disaster: বিপর্যয়ের জের! উত্তরের 'এই' নদী বাঁধের কিছু অংশে ফাটল-ধস, জল কমতেই শুরু ভাঙন

Last Updated:

North Bengal Disaster: আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় দেখা যাচ্ছে বিপর্যয়ের ছবি। জল কমতেই আবার শুরু হয়েছে ভাঙন। নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি, উত্তরের নানা জেলায় দেখা যাচ্ছে বিপর্যয়ের ছবি। জল কমতেই আবার শুরু হয়েছে ভাঙন। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১ নং ব্লকের বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোনাই নদীর বাঁধের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। এলাকা পরিদর্শন করলেন গ্রাম পঞ্চায়েত প্রধান।
বাঁধের কিছু অংশে ফাটল ধরেছে এবং ধস নেমেছে
বাঁধের কিছু অংশে ফাটল ধরেছে এবং ধস নেমেছে
advertisement

জানা যাচ্ছে, ১২/১৬০ এবং ১২/১৬১ বুথের ঠিক পাশেই অবস্থিত এই বাঁধের কয়েকটি অংশে ভয়ঙ্করভাবে ফাটল ধরেছে এবং ধস নেমেছে। এই ফাটল ও ধস যে কোনও মুহূর্তে বড় ধরণের ভাঙনের কারণ হতে পারে, যা পার্শ্ববর্তী এলাকায় বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুনঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিপর্যস্ত আলিপুরদুয়ার! খোলা হল জেলার প্রথম ফ্লাড সেন্টার, কোথায় জানুন

advertisement

এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নদী বাঁধের স্থায়িত্ব বজায় রাখতে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের দ্রুত বাঁধের মেরামতের কাজ শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর বাজেটের থেকেও বেশি! নজরকাড়া আয়োজন, মেগা হিট ঝাড়গ্রামের 'এই' লক্ষ্মী পুজো
আরও দেখুন

অন্যদিকে দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিমারা সংলগ্ন সুভাষিনী চা বাগান। এলাকায় তোর্ষা নদীর বাঁধ ভেঙেছে। সুভাষিনী চা বাগান এলাকায় চালু হয়েছে জেলার প্রথম ফ্লাড সেন্টার। গৃহবন্দি পরিবারের সদস্যদের উদ্ধার করে সেখানে আনছে ব্লক প্রশাসন ও পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Disaster: বিপর্যয়ের জের! উত্তরের 'এই' নদী বাঁধের কিছু অংশে ফাটল-ধস, জল কমতেই শুরু ভাঙন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল