শোভারাণি বারুই আর ভজন বারুইয়ের এই বাড়ির দাওয়ায় রোজ দুপুর-বিকেলে আড্ডা বসত। বিশেষভাবে সক্ষম ছেলের জন্য বাংলা আবাস যোজনায় এই বাড়ি তৈরি করেছিলেন বারুই দম্পতি৷ রবিবার সকাল ৯’টা নাগাদ ধেয়ে আসা জলের স্রোতে সেই বাড়ি আর কোমর তুলে দাঁড়াতে পারেনি। ভজন বারুই ঘুরিয়ে ঘুরিয়ে সরকারি আধিকারিকদের দেখাচ্ছিলেন তাদের অবস্থা।
আরও দেখুনNorth Bengal Weather Video: দুর্যোগ কাটিয়ে রোদ ঝলমলে উত্তরবঙ্গ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে
advertisement
ভজন বাবু বলেন, নদীর জল বাঁধ ভেঙে এসে দারুণ জোরে আঘাত আনল। তাতেই বাড়ি আমার ভেঙে পড়ল। কিছু টুকটাক জিনিষ বার করতে পেরেছি৷ তবে নিজের বাড়ি দেখে নিজের ভয় লাগছে। যদি আবার ভেঙে পড়ে। ভজনবাবুর স্ত্রী শোভারাণি বারুইয়ের নামে খাতায় কলমে এই বাড়ি। তিনি বলেন, সরকারের দেওয়া বাড়ি ছিল। এই বাড়ি আমার চলে গেল। আমার বিশেষভাবে সক্ষম ছেলের এবার কি হবে? সবাই যখন এই আলোচনায় ব্যাস্ত তখন ঘরের এক কোণে চুপ করে দাঁড়িয়ে দেখছে সাধন। বোঝানোর চেষ্টা করছে কেমন করে সেদিন জল এসেছিল সব ভাসিয়ে নিয়ে চলে যেতে। গ্রামের একাধিক কাঁচা-পাকা বাড়ি ভেঙে গেছে। সেই বাড়ি সারিয়ে তুলতে প্রচুর সময় লাগবে। ঘরে থাকা সব জিনিস জলের তোড়ে ভেসে গিয়েছে।
গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা মহেশ রায় বলেন, ঘরের কিছু নেই৷ সব শেষ৷ মাকে বার করতে গিয়ে টেবিলের ওপর ৩০৫০০ টাকা ছিল সেটাও ভেসে চলে গেছে। কি করে জীবন চলবে জানি না। ভাগ্য ভাল মাকে বার করতে পেরেছি ঠিকঠাক করে। গ্রামের রাস্তার হাল আরও শোচনীয়৷ যে কোনও সময় ভেঙে যেতে পারে কোনও ভাবে টিকে থাকা বাকি অংশ। তাই নিয়েই লড়ছে ময়নাগুড়ি।