TRENDING:

রাস্তা না হলে...! বাসিন্দাদের বড় হুঁশিয়ারি, বরফ গলাতে ময়দানে ভাইস চেয়ারম্যান! তারপরেই ঘটে গেল 'চমৎকার'

Last Updated:

রাস্তা নেই, নেই ঠিকঠাক নিকাশি ব্যবস্থা। বারংবার দাবি জানিয়েও সমাধান না হওয়ায় বড় আন্দোলনে নেমেছিলেন এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: রাস্তা নেই, নেই ঠিকঠাক নিকাশি ব্যবস্থা। বারংবার দাবি জানিয়েও সমাধান না হওয়ায় বড় আন্দোলনে নেমেছিলেন এলাকার বাসিন্দারা। আন্দোলনে তাদের পোস্টার হয়ে দাঁড়ায় ‘নো রোড, নো ভোট’। এমন পোস্টারে নাড়িয়ে দেয় পুরসভাকে। আর তারপরই নড়েচড়ে বসে পুরসভা।
জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের এলাকা পরিদর্শন
জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের এলাকা পরিদর্শন
advertisement

রাস্তা ও নিকাশি নালার দাবিতে এমন আন্দোলন মাথাচাড়া দিয়েছিল জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত জলপাইগুড়ি শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে। সেখানকার ঘুমটি রেললাইন সংলগ্ন দক্ষিণ বামন পাড়ার বাসিন্দারা এমন আন্দোলনে নেমেছিলেন। আর সেই আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তিনি ঘটনাস্থলে পৌঁছনোর পরই ঘটে গেল চমৎকার।

আরও পড়ুন: আচমকা পাহাড়ে বন্ধ টয় ট্রেন পরিষেবা! ফের কবে হবে স্বাভাবিক, জানাল রেল

advertisement

মূলত সমাধানের আশ্বাসে খুলে গেল ব্যানার। ‘নো রোড নো ভোট’ লেখা পোস্টার নিজে হাতে সরিয়ে দিলেন জলপাইগুড়ি শহরের পাঁচ নম্বর ঘুমটি রেল লাইন সংলগ্ন দক্ষিণ বামনপাড়ার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখতে এলাকায় যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাতেই বরফ গলে। ভাইস চেয়ারম্যান জানান, প্রথমে নিকাশি নালা সংস্কার। এরপর রাস্তা। রাস্তা তৈরির জন্য প্রয়োজনে রেলের সঙ্গে কথা বলে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। ভাইস চেয়ারম্যানের পদক্ষেপের আশ্বাসে আশ্বস্ত দক্ষিণ বামনপাড়ার বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: নিমন্ত্রণ খেয়ে বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে গাড়ি! মৃত ৪, আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেন মহিলা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাস্তা সংস্কার ও জলনিকাশি সমস্যার সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন জলপাইগুড়ি শহরের দক্ষিণ বামনপাড়া এলাকার বাসিন্দারা। ‘নো রোড নো ভোট’ স্লোগান তুলে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। সমস্যা কোথায়, জানতে নিজে আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। পদক্ষেপের আশ্বাসে আশ্বস্ত বাসিন্দারা। রাস্তার পাশে লাগানো ‘নো রোড,নো ভোট’ লেখা ফ্লেক্স খুলে নেন তারা।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাস্তা না হলে...! বাসিন্দাদের বড় হুঁশিয়ারি, বরফ গলাতে ময়দানে ভাইস চেয়ারম্যান! তারপরেই ঘটে গেল 'চমৎকার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল