TRENDING:

প্রথম দফার পরই পুনর্নির্বাচনের দাবিতে ধরনায় বসলেন কোচবিহারের বিজেপি প্রার্থী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার: প্রথম দফার ভোট শেষের পরেও কোচবিহারে নজিরবিহীন ঘটনা। জেলাশাসকের দফতরে বিজেপি ও জেলা পুলিশের ধস্তাধস্তি। অতিরিক্ত পুলিশ সুপার ও কোতোয়ালি থানার আইসি-কে ধাক্কা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের দেহরক্ষীদের। বৃহস্পতিবার শেষবেলার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কোচবিহার।
advertisement

ঘটনার সূত্রপাত সন্ধে ৬টা ৫০ নাগাদ। একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবিতে, ১৪৪ ধারা ভেঙে কোচবিহার জেলাশাসকের দফতরে ধরনায় বসেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি মালতি রাভা-সহ দলের কর্মী-সমর্থকরা।

সন্ধে ৭.২০

নিশীথকে ধরনা তোলার অনুরোধ জানাতে আসেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ এবং কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। হঠাৎ কথা কাটাকাটি। অ্যাডিশনাল এসপি ও আইসিকে ধাক্কা নিশীথের দেহরক্ষীদের।

advertisement

সন্ধে ৭.২৫

ধরনা বন্ধ থাকলেও ভিতরেই রয়ে যান বিজেপি প্রার্থী ও তাঁর সঙ্গীরা। পরে কমিশনের আশ্বাসে ধরনা তুলে নেয় বিজেপি। তবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

কমিশনের দাবি, শান্তিপূর্ণই হয়েছে কোচবিহারের নির্বাচন। তারপরেও এই ধরনা কি অন্য কোনও ইঙ্গিত দেয়?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
প্রথম দফার পরই পুনর্নির্বাচনের দাবিতে ধরনায় বসলেন কোচবিহারের বিজেপি প্রার্থী