TRENDING:

NH10: গত তিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সড়ক, কখন খুলবে, চালু হবে যান চলাচল, রইল আপডেট

Last Updated:

NH10: গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সড়ক। মাথায় হাত সকলের, কী করলে ফের চালু হবে সব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্বেতিঝোরা, কালিম্পং : আজ সন্ধ্যে ৬টায় খুলে যাবে বাংলা-সিকিম লাইফ লাইন? NHIDCL এর নির্দেশিকা মতো খোলার সম্ভাবনা। ধসে ক্ষতিগ্রস্থ ১০ নং জাতীয় সড়ক সংস্কার চলছে। পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ চালাচ্ছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে খোলার সম্ভাবনা। গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সড়ক।
শ্বেতিঝোরার কাছে এনএইচ টেন আজ ছটার পর খুলে যাবে  Photo- File
শ্বেতিঝোরার কাছে এনএইচ টেন আজ ছটার পর খুলে যাবে Photo- File
advertisement

টানা বর্ষণের জেরে সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় ধস নেমেছে। বিশেষত ১০ মাইলের তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায় পাহাড়ি ধসের কারণে রাস্তার উপরে নেমে এসেছে পাথর ও বোল্ডার। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বিপদের আশঙ্কায় রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন – 500 Rupees From ATM: এটিএমে টাকা তুলতে গেলে আর বেরোবে না ‘500’ টাকার নোট, সোশ্যাল মিডিয়া নয়, আরবিআই জানাল বড় কথা

advertisement

এর আগে রংপো থেকে মুনসং-লাভা-গরুবাথান হয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তাও ধসের কারণে কাটারার কাছে অবরুদ্ধ রয়েছে। ধস সরানোর কাজ চলছে। বর্তমানে রংপো থেকে কার্শিয়ং হয়ে শিলিগুড়ি পথে শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করছে। তবে রংপো থেকে মেল্লি রুট খোলা রয়েছে, যার মাধ্যমে দক্ষিণ সিকিমের সঙ্গে যোগাযোগ বজায় রাখা যাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে এর আগে একদিকে যেখানে এই টানেলকে দেশের রেল ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল, সেখানে এই ধস প্রকল্প ঘিরে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় সেবক-রংপো রেল প্রকল্পে। ধসের জেরে ভেঙে পড়েছে ৭ নম্বর টানেলের এডিট স্লোপ প্রোটেকশন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ি মাটি ও পাথরের চাঙড়, সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সুরক্ষা দেওয়াল। Input- Partha Pratim Sarkar

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
NH10: গত তিন ধরে বন্ধ রয়েছে জাতীয় সড়ক, কখন খুলবে, চালু হবে যান চলাচল, রইল আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল