TRENDING:

Holi Special Train Dol Purnima 2024: সুখবর! দোল পূর্ণিমায় ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন, উৎসবের জেরে ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তির খবর

Last Updated:

Holi Special Train Dol Purnima 2024নিশ্চিন্তে যান উত্তরবঙ্গের পর্যটন সার্কিটে। হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা চার জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হোলি উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেল দ্বারা চার জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ডিব্রুগড়-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-গোরখপুর, নিউ জলপাইগুড়ি-আসানসোল ও কাটিহার-রাঁচির মধ্যে চালানো হবে। প্রত্যেকটি ট্রেন ২টি ভরে ট্রিপের জন্য চলাচল করবে।
সুখবর! দোলে ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন, উৎসবের ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তি
সুখবর! দোলে ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন, উৎসবের ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তি
advertisement

ট্রেন নং. ০৫৭৬৪ (নিউ জলপাইগুড়ি-আসানসোল) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ, ২০২৪ তারিখ, শুক্রবার ২১.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.২৫ ঘণ্টায় আসানসোল পৌঁছবে। একইভাবে ট্রেন নং. ০৫৭৬৩ (আসানসোল-নিউ জলপাইগুড়ি) আসানসোল স্টেশন থেকে ২৩ ও ৩০ মার্চ, ২০২৪ তারিখ, শনিবার ১৩.০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০২.৩০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন নং. ০৫৭৬২ (কাটিহার-রাঁচি) কাটিহার স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার ২২.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪.২৫ ঘণ্টায় রাঁচি পৌঁছবে।

advertisement

আরও পড়ুন: আজ, ১৪ মার্চেও হুহু করে টাকা বেরিয়ে যাচ্ছে? কারা হবেন কাঙাল, কারা রাজা? নিজের রাশি মিলিয়ে জানুন অর্থভাগ্য

একইভাবে ট্রেন নং. ০৫৭৬১ (রাঁচি-কাটিহার) রাঁচি স্টেশন থেকে ২২ ও ২৯ মার্চ, ২০২৪ তারিখ, শুক্রবার ২০.৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১১.০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ট্রেন নং. ০৫৯৭৮ (ডিব্রুগড়-গোরখপুর) ডিব্রুগড় স্টেশন থেকে ২১ ও ২৮ মার্চ, ২০২৪ তারিখ, বৃহস্পতিবার ১৯.২৫ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০৬.২৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে।

advertisement

একইভাবে ট্রেন নং. ০৫৯৭৭ (গোরখপুর-ডিব্রুগড়) গোরখপুর স্টেশন থেকে ২৬ মার্চ ও ২ এপ্রিল, ২০২৪ তারিখ, মঙ্গলবার ১০.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ০১.১০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন নং. ০৫৭৭৮ (নিউ জলপাইগুড়ি-গোরখপুর) নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ২৫ মার্চ ও ০১ এপ্রিল, ২০২৪ তারিখ, সোমবার ১৫.০০ ঘণ্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৬.২৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইভাবে ট্রেন নং. ০৫৭৭৭ (গোরখপুর-নিউ জলপাইগুড়ি) গোরখপুর স্টেশন থেকে ২৩ মার্চ ও ৩০ মার্চ, ২০২৪ তারিখ, শনিবার ১০.৪৫ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০৫.০০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-এর ওয়েবসাইটে উপলব্ধ এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। যাত্রা শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Holi Special Train Dol Purnima 2024: সুখবর! দোল পূর্ণিমায় ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন, উৎসবের জেরে ভিড়ে নাজেহাল যাত্রীদের জন্য স্বস্তির খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল