পুলিশের অনুমান, বৃহস্পতিবার ভোর রাতে শিশুকে মাঠে ফেলে গেছে তার পরিবার। শিশুকে প্রথম দেখতে পান প্রাতর্ভ্রমণকারীরা। বুলবুলচণ্ডী পঞ্চায়েতের সাহাপাড়ার বাসিন্দা উদয় সরকার প্রাতর্ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তিনিই প্রথম শিশুর কান্নার শব্দ শুনতে পান। শীতের সকালে খালি গায়ে শিশুকে পড়ে থাকতে দেখতে পান তিনিই। শিশুর নাকমুখ থেকেও রক্ত বেরোতে দেখেন তিনি। শিশুকে উদ্ধার পরের বুলবুলচণ্ডী পঞ্চায়েতের সদস্য সুব্রত সাহাকে বিষয়টি জানান তিনি। শিশুকন্যা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়ায় সাহাপাড়ায়। থানায় খবর দেন এলাকাবাসী। নাক থেকে রক্ত বের হওয়ার কারণে চিকিৎসার জন্য তাকে বুলবুলচণ্ডী আরএন রায় গ্রামীন হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। সেখানে তাকে দুধ খাওয়ানো হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভরতি রয়েছে শিশু।
advertisement
কন্য়া সন্তান বলেই কী মাঠে শিশুকে ছেড়ে গিয়েছে তার পরিবার? বৃহস্পতিবারের ঘটনায় সেই প্রশ্নও উঠছে। শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তকারীদের দাবি, দূর থেকে কারও পক্ষে ওই এলাকায় গিয়ে শিশুকে ফেলে আসা সম্ভব নয়.স্থানীয় কোনও শিশু নিখোঁজ রয়েছে কীনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
সেবক দেবশর্মা