TRENDING:

Flyover: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! ডিসেম্বরেই নতুন উড়ালপুল পাচ্ছে শিলিগুড়ি, যানজট থেকে কবে মুক্তি?

Last Updated:

Flyover: শহরের যানজট নিয়ন্ত্রণে নয়া উড়ালপুল। শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন উড়ালপুল ডিসেম্বরেই চালুর সম্ভাবনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি : শহরের যানজট নিয়ন্ত্রণে নয়া উড়ালপুল। শিলিগুড়ির বর্ধমান রোডের নতুন উড়ালপুল। ডিসেম্বরেই চালুর সম্ভাবনা। প্রায় ৫ বছর হতে চলল, এখনও অসম্পূর্ণ উড়ালপুল।
News18
News18
advertisement

কোভিডের জেরে প্রায় ২ বছর বন্ধ ছিল নির্মাণ কাজ। দিন কয়েক আগে পূর্ত দফতর ও রেলের ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিদর্শনের পর শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, নভেম্বরের শেষে বা ডিসেম্বরে এই উড়ালপুল খুলে দেওয়া হবে।

আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…

advertisement

শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ঝংকার মোড় পর্যন্ত জুড়েছে এই উড়ালপুল। উড়ালপুলের কাজ নেয় রাজ্য পূর্ত দফতর। মাঝে রেললাইন যাওয়ায় কাজের গতি কিছুটা থমকে গিয়েছে। ট্রেন চলাচলের ফাঁকে উড়ালপুলের ওই অংশে কাজ করছে রেল। শুরুতে এর বাজেট ধরা হয়েছিল ৪০ কোটি টাকা। কিন্তু কোভিডের জেরে কাজ বন্ধ থাকায় সেই খরচ বেড়ে এখন দাঁড়িয়েছে ৭০ কোটিতে। পুরোটাই বহন করছে রাজ্য সরকার।

advertisement

আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন

আর এই উড়ালপুল চালু হলে বর্ধমান রোডের যানজট যেমন অনেকটা কমবে, তেমনি গতিও বাড়বে শহরের। আপাতত উড়ালপুলের কাজ চলায় এই রোডে যানজট নিত্যসঙ্গী। ডিসেম্বরেই তা থেকে মিলতে পারে মুক্তি। তার আগে সার্ভিস রোড চালুর ভাবনা রাজ্যের।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Flyover: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! ডিসেম্বরেই নতুন উড়ালপুল পাচ্ছে শিলিগুড়ি, যানজট থেকে কবে মুক্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল