প্রকাশ্য দিবালোকে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই। বাইকে চেপে এসে দুই যুবক মহিলার গলা থেকে সোনার হারটি ছিনতাই করে চম্পট দেয়। দার্জিলিংয়ের নকশালবাড়ির দক্ষিণ দয়ারাম এলাকার ঘটনাটি রাস্তার একটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
advertisement
মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতী
জানা যাচ্ছে, এদিন বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই মহিলা। কথা বলছিলেন তাঁরা। ঠিক সেই সময় পিছন থেকে মোটরবাইকে চেপে ২ জন দুস্কৃতী এসে এক মহিলার গলা থেকে সোনার হার ছিঁড়ে নিয়ে বাইক ছুটিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর থেকে আতঙ্ক গোটা এলাকায়।
ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, খোয়া যাওয়া সোনার হারটির মূল্য আড়াই লক্ষ টাকা। স্থানীয়দের দাবি, আগে থেকে এলাকা রেইকি করেই এদিন ছিনতাই করেছে দুষ্কৃতীরা। বাইকে আসা দুই দুষ্কৃতীর মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। অপরজনের ছিল না।