প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘি বিধানসভায় ৭০ শতাংশ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। এদিন সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, "২০১২ সালে সংখ্যালঘু মানুষদের এনআরসি নিয়ে ভুল বুঝিয়ে আমাদের হারিয়েছিল। আমরা নাকি তাদের তাড়িয়ে দেব। কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার একটাও মুসলিমকে কি উত্তরপ্রদেশ থেকে তাড়িয়েছেন? আবার ৭ বছর অসামে বিজেপি সরকার থাকলেও সেখানে সংখ্যালঘুদের কোনও সমস্যা হয়নি।"
advertisement
আরও পড়ুন: Nadia News: চাকদহের এই পথ ধরে শ্রীহট্টে দীক্ষা নিয়ে নিলাচলের পথে রওনা হয়েছিলেন শ্রীচৈতন্য
আরও পড়ুন: Purulia News: শীতের দিনেও বনসা পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ড , একি কাকতালীয় নাকি রয়েছে অন্য রহস্য!
শুভেন্দু অধিকারী এ-ও বলেন, "জনজাতিকে সম্মান দিয়ে দ্রৌপুদী মুর্মুকে রাষ্ট্রপতি করা হয়েছে। আমাদের কর্মী-সমর্থকেরা উপ নির্বাচন নিয়ে কোনও ভয় পাবেন না। লড়াই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে। তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। "
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্থ চট্টোপাধ্যায় সামনে ছিল, গোটা ব্যবস্থা যদি কেউ ধ্বংস করে তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আজকে মাধ্যমিকে গতবছর এর থেকে চার লক্ষ ছাত্র ও ছাত্রীর সংখ্যা কম। " রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গেও এদিন সরব হন শুভেন্দু।