TRENDING:

তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে

Last Updated:

তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
:#কোচবিহার: তৃণমূল ছাত্রনেতা মজিদ আনসারিকে খুনের ঘটনায় অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করল পুলিশ ৷ কোচবিহারে কলেজ ছাত্র আনসারির খুনের ঘটনাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা জেলা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে জেলাজুড়ে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ৷
advertisement

গত ১৩ জুলাই ঘটনাটি ঘটে ৷ টিএমসিপির কোচবিহার কলেজ শাখার আহ্বায়ক মজিদ খুনে অভিযুক্তের তালিকাতে প্রথম থেকেই ছিল মুন্না খান ৷ বুধবার রাতে মজিদের মৃত্যুর পরই পুলিশ তদন্তে নামে ৷ তদন্তের পরই গতকাল রাতে অভিযুক্তকে আটক করে পুলিশ ৷ কোচবিহারের রেল গুমটি থেকে গ্রেফতার করা হয় তাকে ৷ রাতভর জেরার পর শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ ৷

advertisement

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রসঙ্গত, কোচবিহারের ছাত্রপরিষদ কার অধীনে থাকবে ? সেই নিয়েই দীর্ঘদিন বিবাদ চলছিল তৃণমূল ছাত্র পরিষদ নেতা অভিজিৎ দে এবং শুভজিৎ কুণ্ডের মধ্যে ৷ শুভজিৎ ছিলেন দলের কাউন্সিল ৷ অভিযুক্ত মুন্না শুভজিৎ কুণ্ডুর গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এদিকে ছাত্র খুনের প্রতিবাদে আজ সকাল থেকেই কোচবিহারে বনধের ডাক দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা ৷ কোচবিহারে বেসরকারি বাস চলছে না ৷ পুলিশি পাহারায় চলছে সরকারি বাস ৷ শহরের সমস্ত দোকানপাট এবং বাজারও বন্ধ রয়েছে ৷ সূত্রের খবর, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ঘনিষ্ঠ ছিল মুন্না খান ৷ সেই কারণে বিক্ষোভরত জনতারা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেও স্লোগান তুলছে ৷ বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূল ছাত্রনেতা খুনে গ্রেফতার অভিযুক্ত মুন্না খান, শাস্তির দাবিতে বনধের ডাক কোচবিহারে