TRENDING:

বিজেপিকে জেতালেই দেওয়া হবে স্মার্টফোন, ঘোষণা মুকুল রায়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ভোটের মুখে এবার স্মার্ট ফোন বিলির প্রতিশ্রুতি দিল বিজেপি। একদা তৃণমূলের নম্বর টু তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় শনিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এসে এমনই আশ্বাস দিলেন। মুকুলবাবুর দাবি, কেন্দ্রীয় সরকার নগদবিহীন লেনদেনে জোর দিচ্ছেন। এই লেনদেনে উৎসাহিত করতেই স্মার্টফোন বিলি করা হবে। তবে জলপাইগুড়ি জেলা পরিষদ বিজেপি দখল করলেই মোবাইল মিলবে বলে দাবি মুকুলবাবুর। ১৮ বছরের বেশি জেলার সব বাসিন্দাকে মোবাইল দেওয়া হবে বলে মুকুলবাবুর আশ্বাস।
advertisement

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে যদি ভারতীয় জনতা পার্টিকে জেতানো হয়, তাহলে ১৮ বছরের বেশি জেলার সব বাসিন্দাকে একটা করে স্মার্টফোন দেওয়া হবে ৷ শনিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এসে এমনই আশ্বাস দিলেন মুকুল রায় ৷ মুকুলের এহেন প্রতিশ্রুতিতে বিতর্ক শুরু হয়েছে। আপত্তি জানিয়েছে তৃণমূল ও সিপিএম।

advertisement

আরও পড়ুন: আর্থিক প্রতারণার অভিযোগে মুকুল রায়ের শ্যালক গ্রেফতার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিজের বক্তব্যের সমর্থনে আজব যুক্তিও খাড়া করেছেন মুকুল। তাঁর কথায়, মেলা - খেলার জন্য টাকা দিয়ে পয়সা নষ্ট করবে না বিজেপি। বরং যুবক যুবতীদের স্মার্টফোন দেবে তারা। প্রধানমন্ত্রীর স্বপ্নের ক্যাসলেস ভারত গড়তে কার্যকরী হবে এই স্মার্টফোন। তবে জলপাইগুড়ি জেলা পরিষদ বিজেপি দখল করলেই মোবাইল মিলবে বলে দাবি মুকুলবাবুর। পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে নতুন ভোটারদের পাখির চোখ করেছে বাম, বিজেপি ও তৃণমূল, তিন পক্ষই। তা বলে স্মার্টফোন বিলি করার প্রতিশ্রতি? সরব হয়েছে অন্যান্য দলগুলি ৷ এর আগে গাইঘাটা থানার পাঁচপোতা ভাড়াডাঙা হাইস্কুলের মাঠে বিজেপির একটি প্রচার সভায় এসেও স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকুল রায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজেপিকে জেতালেই দেওয়া হবে স্মার্টফোন, ঘোষণা মুকুল রায়ের