আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে যদি ভারতীয় জনতা পার্টিকে জেতানো হয়, তাহলে ১৮ বছরের বেশি জেলার সব বাসিন্দাকে একটা করে স্মার্টফোন দেওয়া হবে ৷ শনিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারে এসে এমনই আশ্বাস দিলেন মুকুল রায় ৷ মুকুলের এহেন প্রতিশ্রুতিতে বিতর্ক শুরু হয়েছে। আপত্তি জানিয়েছে তৃণমূল ও সিপিএম।
advertisement
আরও পড়ুন: আর্থিক প্রতারণার অভিযোগে মুকুল রায়ের শ্যালক গ্রেফতার
নিজের বক্তব্যের সমর্থনে আজব যুক্তিও খাড়া করেছেন মুকুল। তাঁর কথায়, মেলা - খেলার জন্য টাকা দিয়ে পয়সা নষ্ট করবে না বিজেপি। বরং যুবক যুবতীদের স্মার্টফোন দেবে তারা। প্রধানমন্ত্রীর স্বপ্নের ক্যাসলেস ভারত গড়তে কার্যকরী হবে এই স্মার্টফোন। তবে জলপাইগুড়ি জেলা পরিষদ বিজেপি দখল করলেই মোবাইল মিলবে বলে দাবি মুকুলবাবুর। পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে নতুন ভোটারদের পাখির চোখ করেছে বাম, বিজেপি ও তৃণমূল, তিন পক্ষই। তা বলে স্মার্টফোন বিলি করার প্রতিশ্রতি? সরব হয়েছে অন্যান্য দলগুলি ৷ এর আগে গাইঘাটা থানার পাঁচপোতা ভাড়াডাঙা হাইস্কুলের মাঠে বিজেপির একটি প্রচার সভায় এসেও স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুকুল রায় ৷