অন্যদিকে, মালদহে 'সেকেন্ড বয়'ও হতে পারল না কংগ্রেস, বরং তাদের পরিসর দখল করল গেরুয়া শিবির। এরপরই মালদহ জেলায় কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূরের দাবি, তৃণমূল-বিজেপি আঁতাঁত করে কংগ্রেসকে নিশানা করেছে। সে জন্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি।
একই সঙ্গে কংগ্রেসের বিপাকের কথা স্বীকার করে নিয়েছেন মৌসম বেনজির নূর ৷ হাইকম্যান্ডের বিরুদ্ধে অসহযোগিতার চাঞ্চল্যকর অভিযোগও জানিয়েছেন তিনি ৷ মনোনয়ন পত্র জমা দিতে পারছেন না কংগ্রেস কর্মীরা ৷ এই অভিযোগ জানানো সত্ত্বেও হাইকম্যান্ডের কাছ থেকে কোনওরকম সাহায্য না পাওয়ারও অভিযোগ জানিয়েছেন মালদহের সাংসদ ৷ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলে গিয়ে তিনি বলেন, ‘‘মালদহের ফল আমাদের শিক্ষা দিয়েছে ৷ হাই কম্যান্ডকে বুঝতে হবে এই মুহূর্তে দল বিপাকে পড়েছে ৷’’ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রসের হাই কম্যান্ডের কাছ থেকে আরও কিছুটা সাহায্যের আশা করেছিলেন বলেও জানাতে ভোলেনি কংগ্রেস নেত্রী ৷
advertisement