TRENDING:

Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!

Last Updated:

Mitali Express Train: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ট্রেন নং. ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল! (প্রতীকী ছবি)
রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল! (প্রতীকী ছবি)
advertisement

এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসোর-মুজাফফরপুর-মাইসোর)-এর পরিষেবা দুই ট্রিপের জন্য এবং ট্রেন নং. ০১৬৬৫/০১৬৬৬ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা যথাক্রমে উভয় দিক থেকে ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজের মধ্যেই চলাচল করবে।

advertisement

সেই অনুযায়ী, ১২, ১৬ ও ১৯ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি-ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩, ১৭ ও ২০ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। বাংলাদেশে ইদ উৎসবের পরে আবার মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে।

advertisement

ট্রেন নং. ০৬২২১ (মাইসোর-মুজাফফরপুর) স্পেশ্যালের পরিষেবা ১৭ জুন থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ০৬২২২ (মুজাফফরপুর-মাইসোর) স্পেশ্যালের পরিষেবা ২০ জুন থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: একটানা বৃষ্টি, ঝড়ের দাপট! উত্তরের আবহাওয়ায় দুর্যোগের সতর্কতা, কোন কোন জেলা ভিজবে? এক নজরে

একইভাবে ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ৩০ জুন থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল