১৯১১ সালের ১৩ অক্টোবর। দার্জিলিংয়ের এই রায় ভিলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সিস্টার নিবেদিতা। আমূল সংস্কার করে নিবেদিতার স্মৃতি সংরক্ষণ করতে ২০১৩ সালে রায় ভিলা অধিগ্রহণ করে রাজ্য সরকার। কোটি টাকার সংস্কার এক রাতেই তছনছ করল দুষ্কৃতীরা।
বুধবার রাতে রায় ভিলায় চলল যথেচ্ছ হামলা। নিবেদিতার ঘর থেকে প্রার্থনা গৃহ। ভাঙচুর হয়েছে সর্বত্র। লুঠ হয়েছে প্রণামী বাক্স। লুঠপাটের পর কী ভবন পুড়িয়ে দেওয়ার চক্রান্ত ছিল? কেয়ারটেকারের মন্তব্য সেই প্রশ্নই উস্কে দিয়েছে। হামলার নিন্দায় পর্যটনমন্ত্রী গৌতম দেব।
advertisement
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে দার্জিলিং পুলিশ। বারবার আন্দোলনে উত্তপ্ত হয়েছে পাহাড়। কিন্তু, রামকৃষ্ণ মিশনের উপর এমন হামলা নজিরবিহীন। পাহাড়ে শান্তি ফেরার প্রক্রিয়া ভেস্তে দিতেই কী চরমপন্থীদের এমন হামলা। নজর রাখছে নবান্নও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2017 7:06 PM IST