TRENDING:

জেলায় ফিরেও, বাড়ি ফেরা হল না ! মহানন্দা নদীর চরেই দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের !

Last Updated:

কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ছয় দিনের চেষ্টায় মালদহে ফিরেছেন ১১ জন পরিযায়ী শ্রমিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: কখনও পায়ে হেঁটে, কখনও গাড়িতে চেপে ছয় দিনের চেষ্টায় মালদহে ফিরেছেন ১১ জন পরিযায়ী শ্রমিক।  কিন্তু প্রতিবেশীদের আপত্তিতে ফেরা হয়নি বাড়িতে। পরিবর্তে মালদা শহরের মহানন্দা নদীর পাড়ে অস্থায়ী তাঁবু গেড়ে কোয়ারেন্টাইনে শ্রমিকদের দল। মালদহের ইংরেজবাজার এর ১২ নম্বর ওয়ার্ডের অরবিন্দ কলোনি এলাকার ঘটনা। গত দুদিন মালদহে দফায় দফায় ঝড়-বৃষ্টির ঘটনা হওয়ায়  প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাঁদেরকে কাটাতে হয়েছে নদীর চরে। শ্রমিকদের অভিযোগ, চরম কষ্টে দিন কাটাতে হলেও মেলেনি প্রশাসনিক সাহায্য। এই শ্রমিকরা তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের থেকে মালদহে ফেরেন ।
advertisement

লকডাউনে ভিন রাজ্যে চরম দুর্দশার মধ্যে কাটাতে হয়। হাতে জমানো টাকা পয়সাও শেষ হয়ে আসে।  বাধ্য হয়ে যে কোনও উপায়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রথমে পায়ে হেটেই যাত্রা শুরু করেন ওরা। প্রথম দুই দিন হেটেই অনেক পথ পেরোতে হয়। পরে অবশ্য লড়িতে ও বাসে চেপে ধাপে ধাপে এসে পৌছন মালদহে। কিন্তু এলাকায় ফিরেও বাড়িতে পৌঁছনো সম্ভব হয়নি। কারন আতঙ্কিত এলাকার লোকজন অনেকেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। শ্রমিকদের দাবি, এলাকার মানুষজনের আপত্তিতে পরিবারের লোকজন পর্যন্ত তাঁদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসতে পারছেন না। এই অবস্থায়  সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে  পরিযায়ী শ্রমিকরা মালদা শহরে ফিরছেন। অনেক এলাকাতেই মানুষজন আতঙ্কিত হয়ে তাদের এলাকায় ঢুকতে আপত্তি তুলছেন।এই অবস্থায় তাঁদের যাতে খোলা জায়গায় থাকতে না হয়, এজন্য মালদহের পলিটেকনিক কলেজে সরকারিভাবে কোয়ারেন্টাইন সেন্টার চালুর পরিকল্পনা  নেওয়া হচ্ছে। এর ফলে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা নিরাপদে থাকতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

 সেবক দেবশর্মা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জেলায় ফিরেও, বাড়ি ফেরা হল না ! মহানন্দা নদীর চরেই দিন কাটছে পরিযায়ী শ্রমিকদের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল