লকডাউনে ভিন রাজ্যে চরম দুর্দশার মধ্যে কাটাতে হয়। হাতে জমানো টাকা পয়সাও শেষ হয়ে আসে। বাধ্য হয়ে যে কোনও উপায়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। প্রথমে পায়ে হেটেই যাত্রা শুরু করেন ওরা। প্রথম দুই দিন হেটেই অনেক পথ পেরোতে হয়। পরে অবশ্য লড়িতে ও বাসে চেপে ধাপে ধাপে এসে পৌছন মালদহে। কিন্তু এলাকায় ফিরেও বাড়িতে পৌঁছনো সম্ভব হয়নি। কারন আতঙ্কিত এলাকার লোকজন অনেকেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। শ্রমিকদের দাবি, এলাকার মানুষজনের আপত্তিতে পরিবারের লোকজন পর্যন্ত তাঁদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসতে পারছেন না। এই অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা। ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ জানিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা মালদা শহরে ফিরছেন। অনেক এলাকাতেই মানুষজন আতঙ্কিত হয়ে তাদের এলাকায় ঢুকতে আপত্তি তুলছেন।এই অবস্থায় তাঁদের যাতে খোলা জায়গায় থাকতে না হয়, এজন্য মালদহের পলিটেকনিক কলেজে সরকারিভাবে কোয়ারেন্টাইন সেন্টার চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর ফলে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা নিরাপদে থাকতে পারবেন।
advertisement
সেবক দেবশর্মা