TRENDING:

কোন বিষয়ে কত নম্বর পেলেন গ্রন্থন? দেখুন মার্কশিট

Last Updated:

উচ্চমাধ্যমিকে র‍্যাঙ্ক! তাও আর্টস পড়ে! সে আবার হয় নাকি? আলবাত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: উচ্চমাধ্যমিকে র‍্যাঙ্ক! তাও আর্টস পড়ে! সে আবার হয় নাকি? আলবাত হয়। আত্মবিশ্বাস থাকলে যে কোনও বিভাগে পড়াশোনা করেই সেরা হওয়া যায়। প্রমাণ জলপাইগুড়ির গ্রন্থন সেনগুপ্ত। আর্টসের ছাত্র গ্রন্থনই এবার উচ্চমাধ্যমিকে প্রথম।
advertisement

মাধ্যমিকে পেয়েছিল তিরানব্বই শতাংশ। মেধাবী গ্রন্থনকে সকলের পরামর্শ ছিল, ‘সায়েন্স নিয়ে পড়’। আর্টসে তো ভাল নম্বর ওঠে না! এই যুক্তি মনে ধরেনি ইতিহাস পাগল ছেলেটার। আর আজ, সেই গ্রন্থনই রাজ্যসেরা। ইদানিংকালে এমন নজির বিরল।

গ্রন্থন জানালেন, এখন যেভাবে প্রশ্ন তৈরি করা হচ্ছে, তাতে বেশি নম্বর তোলা সহজ। আর্টসে নম্বর ওঠে না, এটা আমাদের ভ্রান্ত ধারণা। ছোটদের বলব, তোমরা ঠিক কর কী করতে চাও। তোমরা ভাল করে পড়াশোনা করলে যেকোনও বিভাগেই ভাল নম্বর তোলা সম্ভব।

advertisement

উচ্চমাধ্যমিকে বিভিন্ন বিষয়ে গ্রন্থনের প্রাপ্ত নম্বর..

ইতিহাস- ৯৮

ভূগোল- ১০০

দর্শন-১০০

বাংলা- ৯৯

ইংরেজি- ৯০

কম্পিউটার অ্যাপ্লিকেশন- ৯৯

বইমুখে দিনভর কাটানো গ্রন্থনের না পসন্দ। তাই কালীপুজোয় রাতজেগে ঠাকুর দেখে। অবসর কাটে ফুটবল, নাটক আর গান নিয়ে। ধর্মের নামে অধর্ম নাড়িয়ে দেয় কিশোর মন ৷ ইতিহাস নিয়ে গবেষণা গ্রন্থনের স্বপ্ন। স্বপ্ন অধ্যাপনার।

advertisement

নাটকের সঙ্গে গ্রন্থনের সম্পর্ক ছোট থেকেই। আগামিতেও তা অটুট রাখতে চায় সে। সামনেই ফুটবল বিশ্বকাপ। ফেভারিট জার্মানির জন্য গলা ফাটাতে তৈরি জলপাইগুড়ি জেলা স্কুলের গর্ব গ্রন্থন সেনগুপ্ত।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোন বিষয়ে কত নম্বর পেলেন গ্রন্থন? দেখুন মার্কশিট