TRENDING:

'মেড ইন চায়না' ফুলে ছেয়েছে বাজার, দাম হারাচ্ছে দেশীয় গাঁদা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর দিনাজপুর: চিনে তৈরি প্লাস্টিক ফুলের দাপটে অস্তিত্বসঙ্কটে গাঁদা। বাজারে চাহিদা কমায় কমছে মুনাফাও। বিপাকে উত্তর দিনাজপুরের দুর্গাপুরের গাঁদাফুল চাষিরা। তাঁদের সাফ কথা, দ্রুত সমস্যা না মিটলে বিকল্প চাষের কথা ভাবতে হবে। উদ্যানপালন দফতরের উদ্যোগে শুরু হয়েছিল গাঁদাফুল চাষ। উত্তর দিনাজপুরের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের পোয়ালতোড়, সাহেবঘাটার কৃষকদের অধিকাংশই এর সঙ্গে যুক্ত। বছরভর গাঁদা চাষ করে মুনাফাও মন্দ হচ্ছিল না। বাধ সাধল মেড ইন চায়না প্লাস্টিক ফুল।
advertisement

দামে সস্তা। শুকিয়ে বা পচে যাওয়ারও বালাই নেই। তাই টাটকা গাঁদাকে পিছনে ফেলে চাহিদা বাড়ছে চিনে প্লাস্টিক ফুলের। প্রমাদ গুনছেন গাঁদা চাষিরা।গোলাপ, সূর্যমুখী, মেরিগোল্ড। দোকানের শোকেসে থরে থরে সাজানো প্লাস্টিকের ফুল। দিন দিন বাড়ছে বিক্রি। অন্যদিকে, পসার হারাচ্ছেন গাঁদাফুল বিক্রেতারা। সমস্যা মেটাতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন কৃষকরা। না হলে আগামী দিনে গাঁদার চাষ বন্ধ করতে বাধ্য হবেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'মেড ইন চায়না' ফুলে ছেয়েছে বাজার, দাম হারাচ্ছে দেশীয় গাঁদা