ঘটনার প্রতিবাদে বিডিও অফিসের সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখায় পরিবার পরিজনের। আন্দোলন, অবস্থান, ধর্নায় সামিল হন নিহত ডেটা এন্ট্রি অপারেটরের সহকর্মীরাও। জানা যাচ্ছে, মৃত কর্মীর নাম যদু মন্ডল। বয়স ৩৬। তাঁর বাড়ি মালদহের মানিকচকের ভুতনির হীরানন্দপুরে। ভুতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ভিএলই পদে কর্মরত ছিলেন যদু মন্ডল।
আরও পড়ুনঃ প্রতিবেশী দাদুর যৌন লালসার শিকার শিশুকন্যা! বাবা-মায়ের চোখ এড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে…! কুলতলিতে শোরগোল
advertisement
অভিযোগ, গত কয়েকদিন ধরেই মালদহের মানিকচক ব্লকের বিডিও কর্মীদের দিনরাত কাজ করতে বাধ্য করছেন। বিডিও-র চাপে পড়ে একটানা ৪৮ ঘন্টা পর্যন্ত এসআইআর (SIR) সংক্রান্ত কাজ করতে বাধ্য হন কর্মীরা। রাত জেগে কাজ করতে রাজি না হলে নাকি বেতন বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এমন অমানবিক কাজের চাপে গত দু’দিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন যদু মন্ডল। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় ওই কর্মীর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মানিকচক ব্লকের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। ব্লক অফিস চত্বরে মৃতদেহ এনে শুরু হয় আন্দোলন। পাশাপাশি মৃত কর্মীর পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার দাবিও তোলা হয়। এইভাবে মাত্রাতিরিক্ত কাজ করানো নিয়ে কর্মীদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনও। এই ঘটনায় বিডিও-র প্রতিক্রিয়া মেলেনি এখনও।