রবিবার রাতে স্থানীয় যুবক সাগর রায় পুন্ডিবাড়ি এলাকায় অভিযুক্তের বাবার কাছে টাকা ফেরত চাইতে গেলে তিনি বন্দুক উঁচিয়ে হুমকি দেন। সাগর রায় পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়ে বলেন তাকে প্রাণে মারার চেষ্টা হয়। যার কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে তিনি আত্মীয় হন। সেই টাকা চাইতে গেলে তাকে আগেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া হয়৷ পুন্ডিবাড়ি থানার পুলিশ জানায় অভিযুক্ত পলাতক।
advertisement
আরও পড়ুন - পাকিস্তানি দোকানে চাকরি, ১৫০০ টাকা রোজগার, কঠিন লড়াই পেরিয়ে আজ কোটিপতি ‘এই’ ক্রিকেটার
জানা গেছে পুন্ডিবাড়ি গ্রামের এক মহিলাকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়েই লক্ষাধিক টাকা নিয়েছিল দুই যুবক৷ অজিত সরকার ও কিশোর সরকার নামে দুই যুবক টাকা নেওয়ার পর বেপাত্তা হয়ে যায়৷ কয়েক বছর কাটলেও সেই মহিলার সরকারি চাকরি হয়নি৷ এরপর টাকা ফেরত চাইলেও তা দেননি দুই অভিযুক্ত৷ তাদের বাড়িতে গেলেও টাকা দেওয়ার নামে টালবাহানা করা হয় বলে অভিযোগ ছিল।
এরপর রাতে মহিলার আত্মীয় সাগর রায় অভিযুক্ত অজিতের বাবা নরোত্তম সরকারের কাছে টাকা চাইলে সে তার কাছে রাখা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে দেবে বলে হুমকি দেয়। অভিযুক্ত বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ৷ ভাইরাল ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।
Prabir Kundu