প্রসঙ্গত, গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ও শিলান্যাসের ঘোষণা করেন। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই মন্দিরের শিলান্যাস করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, জমি চিহ্নিত করা হয়েছে এবং শিলান্যাসের তারিখও তিনি ঠিক করে রেখেছেন। পরে প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ১৬ জানুয়ারি এই শিলান্যাস অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
জমি পরিদর্শনের পর মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বিভিন্ন দফতর ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি বৈঠক করা হবে। সেখানে মন্দির নির্মাণ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, “মন্দির নির্মাণের আগে জমির সংস্কার এবং আনুষঙ্গিক কাজ চলছে। সব দফতরের সঙ্গে সমন্বয় করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গ সফরের সম্ভাবনা রয়েছে। সেই দিনই তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে পারেন। এর পরদিন, ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে, জানুয়ারির মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী।
