TRENDING:

বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি হাসপাতালে মমতা, জানালেন স্বাস্থ্যের আপডেট

Last Updated:

Mamata Banerjee: গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হতে হয় মালদহ উত্তরের বিজেপি সাংসদকে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ। সেখানেই এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: গুরুতর আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে শিলিগুড়ির হাসপাতালে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হতে হয় মালদহ উত্তরের বিজেপি সাংসদকে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ। সেখানেই এদিন পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে তৃণমূলনেত্রী
বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে তৃণমূলনেত্রী
advertisement

রাজনৈতিক সতীর্থকে সৌজন্য দেখিয়ে খবর নিতে সটান হাসপাতালে পৌঁছে যান মমতা। দেখা করেন আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর। পরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ”বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল। উনি ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।”

আরও পড়ুন: লজ্জা পাবে পূর্ণিমার চাঁদ…! প্রতি রাতে ঘুমোনোর আগে মাখুন এই ‘একটি’ জিনিস, সকালে দেখুন তফাৎ, হ্যালোজেনের আলো ছড়াবে রূপ!

advertisement

রবিবার বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুই নন, আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। বর্তমানে বিজেপি সাংসদ আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: সাপের ‘স্বর্গ’…! বাড়ির এই ‘ছয়’ কোণ বিষধরের জন্যে নিরাপদ ‘আশ্রয়’, চমকে উঠবেন জানলেই!

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাংসদের চোখের নীচের হাড় ভেঙেছে। প্রয়োজন অস্ত্রোপচারের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তাঁরইমধ্যে এদিন দুপুরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: ‘ভাই, ৫০০০ টাকায় তো’…! রাজধানী এক্সপ্রেসের লাক্সারি 1AC কুপের Video পোস্ট করলেন যাত্রী! দেখতেই উড়ে এল প্রশ্ন, মুহূর্তে পায়ের তলা থেকে সরল মাটি!

সেরা ভিডিও

আরও দেখুন
“বইখাতা সব নিয়ে গেছে জল!” কান্নাভেজা গলায় বলছে কিশোরী  
আরও দেখুন

জানা গিয়েছে, বিজেপি সাংসদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, সোমবারই নাগরাকাটা পৌঁছে দুই বিজেপি নেতার উপর হামলার ঘটনায় বার্তা দেন মমতা। মানুষকে শান্ত এবং সংযত থাকার কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, ”কোনও ঘটনা ঘটুক আমি চাই না। তবে কেউ যদি প্লাবন এলাকায় ৩০/৪০ টা গাড়ি নিয়ে চলে যায় তাহলে জনতার ক্ষোভ হয়।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ি হাসপাতালে মমতা, জানালেন স্বাস্থ্যের আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল