'কোনও হিংসাকে সমর্থন করিনি...!' নাম না করে মোদিকে জবাব, সাংবিধানিক পদের কথাও মনে করালেন মমতা, কবে ফিরছেন কলকাতা?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিক বৈঠক করে কার্নিভাল থেকে মহাকুম্ভ একের পর এক বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আমি হিংসাকে সমর্থন করি না। বন্যা ও দাঙ্গা হলে ক্ষোভ বেশি হয়। আমি নিজে এই অভিজ্ঞতা থেকে বলেছি। আগে কোথাও গেলেই বলত, দিদি খেতে পাইনি। এখন সেটা বদলে গিয়েছে।"
advertisement
1/7

উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিক বৈঠক করে কার্নিভাল থেকে মহাকুম্ভ একের পর এক বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "আমি হিংসাকে সমর্থন করি না। বন্যা ও দাঙ্গা হলে ক্ষোভ বেশি হয়। আমি নিজে এই অভিজ্ঞতা থেকে বলেছি। আগে কোথাও গেলেই বলত, দিদি খেতে পাইনি। এখন সেটা বদলে গিয়েছে।"
advertisement
2/7
এদিন নাম না করে প্রধানমন্ত্রী মোদিকে কটাক্ষ করতেও ছাড়েননি মমতা। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "সাংবিধানিক পদে থেকে কেউ কোনও মন্তব্য করলে তাঁর উচিত সাংবিধানিক পদটা মেনেই মন্তব্য করা৷
advertisement
3/7
এখানে প্রচুর বৃষ্টি হয়েছে সাথে ভুটানের সব নদীর জল এসেছে। গরমকালে তিস্তায় জল নেই। আর বর্ষাকালে সব ডুবিয়ে দেয়। প্রকৃতিকে এত অত্যাচার করলে, প্রকৃতিও সেটা ফিরিয়ে দেয়। জাতীয় ফরেস্টের ক্ষতি হয়েছে। কেন্দ্রের তো সেটা দেখা উচিত। সেখান দিয়ে যেতে গেলে তো তাদের অনুমতি নিতে হয়, তাহলে এবার দেখুক।"
advertisement
4/7
পরিস্থিতির গুরুত্ব ব্যাখ্যা করে মমতা বলেন, "বিদ্যুতের কয়েক কোটি টাকার পোল জলের তলায় চলে গেছে। এখন জলে কাজ করতে গেলে আবার বিদ্যুৎস্পৃষ্ট হবে। দুধিয়ার ব্রিজ, যেটা ভেঙেছে, সেটা একটু ড্যামেজ ছিল। পাশে নতুন ব্রিজ গড়া হচ্ছে। সরকারের যা করার সরকার করবে। আমরাও ব্যাকআপ করব। অনেক কমিউনিটি কিচেন চলছে। এগুলো এখন চলবে।
advertisement
5/7
"আগামিকাল, বুধবার কলকাতায় ফিরে ফের পাহাড়ে আসবেন। এমনটাই জানিয়ে মমতা বলেন, "কাল আমি কলকাতা যাব, আবার দু'দিন বাদেই আমি আসছি। আমাকে খড়গপুরে নিউ প্ল্যান্টের উদ্বোধন করতে ফিরতে হচ্ছে। সেটা করেই আমি ফিরে আসব। বাংলায় কারখানা হচ্ছে। তাই আমাকে ফিরতে হচ্ছে।
advertisement
6/7
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, "চা বাগানের ম্যানেজমেন্ট নিয়ে মুখ্যসচিব বৈঠক করবেন। ওদের দিকে নজর দিন। ওদের বাগানে ক্ষতি হয়েছে। কাল বিকেলে কাজ করে নবান্ন যাব। পরশু খড়গপুর গিয়ে ফিরে আসব। আমি এখান সামলাব। সিএস কলকাতা সামলাবে। অনুপ আগরওয়াল ও সুরেন্দ্র গুপ্ত জলপাইগুড়ি দেখবে। নাগরাকাটাতে থাকবেন ওঙ্কার সিং মীনা। দুষ্মন্ত নারিয়াল পাহাড় দেখবে। স্বাস্থ্য সচিবকেও আনা হচ্ছে।
advertisement
7/7
নাম না করে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতেও ছাড়েননি মমতা। তিনি বলেন, "ওরা আমাকে গালাগাল দিয়েছে। আমি খুশি হয়েছি। আমি সত্যি কথাই বলেছি। উনি ব্রিজ ভেঙে যাওয়ার ট্যুইট করেছিলেন। ওঁকে তো রাজ্যকে বিশ্বাস করে রিপোর্ট নিতে হবে। এটা কী রাজনীতি করার সময় নাকি? এটা পাবলিকের সমস্যা। এটা বুঝতে হবে।"