TRENDING:

Mamata Banerjee warns Udayan Guha: 'মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়!' উদয়নকে সতর্ক করলেন মমতা, নেত্রীকে কী জবাব তৃণমূল নেতার?

Last Updated:

মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে স্বভাবতই কিছুটি অস্বস্তিতে পড়ে যান উদয়ন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বলে ফেলেন, 'আমি দুর্মুখ বলেই হয়তো দিদি আমাকে ভয় পাচ্ছেন৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে ফের কোচবিহার দখলও করেছে শাসক দল৷ কিন্তু কোচবিহারে দলের নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর জন্যই বার বার বিড়ম্বনায় পড়তে হচ্ছে তৃণমূলকে৷ তার কারণ মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে ফেলেন উদয়ন৷ বিরোধী শিবিরকে হুমকি থেকে শুরু করে আরজি কর কাণ্ডের মতো সংবেদনশীল ইস্যুতেও বেঁফাঁস মন্তব্য করে তৃণমূলের মাথাব্যথার কারণ হয়েছেন উদয়ন৷
উদয়ন গুহকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
উদয়ন গুহকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রকাশ্যেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে তাই কিছুটা হলেও সমঝে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিলিগুড়িতে বণিকসভার অনুষ্ঠানে উদয়ন গুহর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়৷ মুখ্যমন্ত্রী কী বলতে চাইছেন তা বুঝতে পেরে উদয়নও স্বীকার করে নেন, তিনি দুর্মুখ বলেই দলনেত্রী তাঁকে ভয় পাচ্ছেন৷

উত্তরবঙ্গ সফরে গিয়ে এ দিন শিলিগুড়িতে বণিকসভার প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তাঁদের নানা সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য সরকার উত্তরবঙ্গের জন্য এবং সামগ্রিক ভাবে শিল্প বান্ধব হয়ে ওঠার জন্য কী কী পদক্ষেপ করেছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ সবশেষে রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাসস মলয় ঘটক এবং উদয়ন গুহকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলেন মুখ্যমন্ত্রী৷

advertisement

তিন মন্ত্রীর মধ্যে সবার শেষে বক্তব্য রাখেন উদয়নই৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আসন ছেড়ে উঠে মাইক্রোফোনের দিকে এগিয়ে যেতেই মমতা বলেন, ‘মনে রেখো, এটা কিন্তু দিনহাটা হয়৷’

মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্যে স্বভাবতই কিছুটি অস্বস্তিতে পড়ে যান উদয়ন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনি বলে ফেলেন, ‘আমি দুর্মুখ বলেই হয়তো দিদি আমাকে ভয় পাচ্ছেন৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, আমি কাউকে ভয় পাই না৷’

advertisement

এর পর কথা আর না বাড়িয়ে উদয়ন বলেন, ‘এখানে সবাই আপনার প্রশংসা করছে৷ সবাই স্বীকার করেছে ব্যবসা করার ক্ষেত্রে কীভাবে আপনি ওনাদের সাহায্য করেছেন৷ কিন্তু এই সাহায্যটা ওনাদের দিক থেকে এলেও ভাল হয়৷  তাহলেই উত্তরবঙ্গের ঠিকঠাক উন্নতি হবে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উদয়নের বক্তব্যের পরে অবশ্য বিষয়টি হাল্কা করে দেন মুখ্যমুন্ত্রীই৷ তিনি বলেন, ‘আজকে সব ইতিবাচক কথা বলেছে৷ ওকে একটা রসগোল্লা খাইয়ে দেও, যাতে আরও মোটা হতে পারে৷’

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee warns Udayan Guha: 'মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়!' উদয়নকে সতর্ক করলেন মমতা, নেত্রীকে কী জবাব তৃণমূল নেতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল