TRENDING:

Mamata Banerjee: অভিষেক বাচ্চা ছেলে, ব্যবসা করছিল, ইডি সব বাজেয়াপ্ত করে নিয়েছে: মমতা

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে এ দিন হাবড়া এবং শিলিগুড়ির দুই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আত্মসমালোচনার সুরও শোনা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের ব্যবসার সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে বলেও এ দিন ক্ষোভ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়৷ এ দিন শিলিগুড়িতে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি হাবড়ার মতো শিলিগুড়ি থেকেও সদ্য কার্যকর হওয়া সিএএ-এর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
অভিষেকের হয়ে সওয়াল মমতার৷
অভিষেকের হয়ে সওয়াল মমতার৷
advertisement

শিলিগুড়ির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক একটা বাচ্চা ছেলে৷ ওর একটা ব্যবসা আছে৷ ইডি ওর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে৷ কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না৷’

আরও পড়ুন: পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন? বিদ্রোহ বহরমপুরেও

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই৷ তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরাকেও৷ লিপস অ্যান্ড বাউন্ডস নামে যে সংস্থার নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে আদালতে জানিয়েছে ইডি৷

advertisement

এ দিন শিলিগুড়ির সভা থেকেও সিএএ নিয়ে সরব হন মমতা৷ অভিযোগ করেন, সিএএ আসলে নির্বাচনের আগে বিজেপির ভাঁওতা৷ আগামিকালই সিএএ কার্যকর করার প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিলেও হাঁটবেন মুখ্যমন্ত্রী৷ সিএএ-কে সংবিধান বিরোধী বলেও অভিযোগ করেন মমতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে লোকসভা নির্বাচনের আগে এ দিন হাবড়া এবং শিলিগুড়ির দুই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আত্মসমালোচনার সুরও শোনা গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও কথা থাকলে আমাকে সরাসরি বলুন। আমার কোনও ভুল থাকবে না এটা হতে পারে না। যারা কাজ করে, তাদের ভুল হয়। কিন্তু আমি চাই না আপনারা কোনও ভুল করুন।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: অভিষেক বাচ্চা ছেলে, ব্যবসা করছিল, ইডি সব বাজেয়াপ্ত করে নিয়েছে: মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল