শিলিগুড়ির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক একটা বাচ্চা ছেলে৷ ওর একটা ব্যবসা আছে৷ ইডি ওর ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে৷ কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না৷’
আরও পড়ুন: পাঠানে আপত্তি, অধীর গড়ে এবার তৃণমূলের কাঁটা বিধায়ক হুমায়ুন? বিদ্রোহ বহরমপুরেও
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি, কয়লা দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই৷ তলব করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরাকেও৷ লিপস অ্যান্ড বাউন্ডস নামে যে সংস্থার নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছিল বলে আদালতে জানিয়েছে ইডি৷
advertisement
এ দিন শিলিগুড়ির সভা থেকেও সিএএ নিয়ে সরব হন মমতা৷ অভিযোগ করেন, সিএএ আসলে নির্বাচনের আগে বিজেপির ভাঁওতা৷ আগামিকালই সিএএ কার্যকর করার প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের মিছিলেও হাঁটবেন মুখ্যমন্ত্রী৷ সিএএ-কে সংবিধান বিরোধী বলেও অভিযোগ করেন মমতা৷
তবে লোকসভা নির্বাচনের আগে এ দিন হাবড়া এবং শিলিগুড়ির দুই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় আত্মসমালোচনার সুরও শোনা গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে কোনও কথা থাকলে আমাকে সরাসরি বলুন। আমার কোনও ভুল থাকবে না এটা হতে পারে না। যারা কাজ করে, তাদের ভুল হয়। কিন্তু আমি চাই না আপনারা কোনও ভুল করুন।’