TRENDING:

Mamata Banerjee: আজ থেকে পঞ্চায়েতে প্রচারে ঝড় তুলবেন মমতা, কোচবিহার দিয়েই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী

Last Updated:

রবিবার দুপুরেই কোচবিহারে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার দক্ষিণ কোচবিহার বিধানসভা এলাকায় একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার জলপাইগুড়ি জেলার মালবাজারেও জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ময়দানে নামছেন খোদ তৃণমূল নেত্রী। সোমবার থেকেই প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রবিবার বিকেলে কোচবিহার পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ থেকে পঞ্চায়েতে প্রচারে ঝড় তুলবেন মমতা, কোচবিহার দিয়েই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী
আজ থেকে পঞ্চায়েতে প্রচারে ঝড় তুলবেন মমতা, কোচবিহার দিয়েই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী
advertisement

উত্তরবঙ্গে একাধিক জনসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সকালে কোচবিহার জেলার দক্ষিণ কোচবিহার বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলায় এই জনসভা করার পর তিনি জলপাইগুড়ির মালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। সূত্রের খবর, মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করবেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন– রাশিফল ২৬ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন

শুক্রবার রাতেই কোচবিহার জেলা নেতৃত্বকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সফরের কথা। ইতিমধ্যেই কোচবিহার জেলা নেতৃত্বের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে কোচবিহার জেলার তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন “মুখ্যমন্ত্রী আসবেন বলে শুনেছি। সোমবার উনি জনসভা করতে পারেন। আমরা সেই কথা মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করেছি”। তবে শুধু তৃণমূল নেত্রী নয়, তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জনসভা করবেন বলেই জানা গিয়েছে। মূলত রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প কেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারের বিষয়বস্তু হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন- টেবিলে শুয়ে শুয়ে এসব কী! বড়লোকদের আজব খেয়ালখুশির রহস্য ফাঁস করলেন সুপারইয়টের কর্মী

তারই সঙ্গে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রসঙ্গ প্রচারের বিষয়বস্তু হিসেবে তুলে ধরতে পারেন। বিশেষত ১০০ দিনের গ্রামীণ প্রকল্পের টাকা বন্ধ করে রাখা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা টাকা বন্ধ করে দেওয়া একের পর এক কেন্দ্রীয় প্রকল্প টাকা বন্ধ করে দেওয়া নিয়েও সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লকে ব্লকে নেতারা কিভাবে প্রচার কর্মসূচি চালাবেন সেই সম্পর্কেও জনসভা থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আপাতত দু’দিনের কর্মসূচি চূড়ান্ত হলেও লাগাতার প্রচার চালিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়েও প্রস্তুতি নেওয়া শুরু করেছে প্রশাসনিক মহল বলেই সূত্রের খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: আজ থেকে পঞ্চায়েতে প্রচারে ঝড় তুলবেন মমতা, কোচবিহার দিয়েই প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল