জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন তৃণমূলনেত্রী৷ নামবেন, কোচবিহারের হাসিমারায়৷ সেখানে ২৯ জানুয়ারি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ তারপরে সেখান থেকে শিলিগুড়ি পৌঁছে সেখানে যোগ দেবেন পাট্টা প্রদান অনুষ্ঠানে৷
advertisement
৩০ জানুয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রয়েছে আরও একটি সরকারি অনুষ্ঠান৷ আবার ওইদিনই বালুরঘাটে সরকারি অনুষ্ঠান সেরে, সেখানেই রাত্রিবাস৷
৩১ জানুয়ারি মালদহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ ওইদিনই বিকেল ৪টের সময় মুর্শিদাবাদে যাবেন আরও একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে৷ সেখান থেকে ওইদিনই রওনা দিয়ে কৃষ্ণনগর পৌঁছবেন তিনি৷ সেখানেই সেদিন রাত্রিবাস৷ সব কর্মসূচি সেরে ১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন মমতা৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল শুরু হয়েছিল৷ সেখানে ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনে দিন মনে করে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল আধিকারিকদের৷ যদিও পরে কমিশনের তরফে জানানো হয়, এই তারিখটিই স্থির করা হয়নি, এটি ধরে প্রস্তুতি এগনোর কথা ভাবা হচ্ছে৷
আবার, এদিকে, উত্তরবঙ্গ বিজেপি-র শক্তঘাঁটি হিসাবে পরিচিচ৷ তাই, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হয়ত উত্তরেই বেশি নজর দিতে চাইছেন মমতা৷ বাংলায় বিজেপিকে আটকাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে তৃণমূলের আসন সংখ্যা বাড়াতে হবে এ ব্যাপারে আগেই দলের অভ্যন্তরে নির্দেশ দিয়েছেন দলনেত্রী। লোকসভার মহারণের আগে তাই দল কতোটা প্রস্তুত, সেটা খতিয়ে দেখতে তিনি নিজেই উত্তরবঙ্গে যাচ্ছেন বলেই দাবি ঘনিষ্ঠ মহলে।