মেঘালয়ে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রাজ্যে বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ মেঘালয়। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে তৃণমূল কংগ্রেস এবার মেঘালয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যেই একাধিক আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নামও ঘোষণা করেছে। বড়দিন পালন উৎসবে গত ডিসেম্বর মাসে মেঘালয় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক প্রকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা করার পাশাপাশি রাজনৈতিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের মেঘালয় সফরে অন্যতম রাজনৈতিক তাৎপর্য রয়েছে।
advertisement
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে রাজনৈতিক সভা যা নিঃসন্দেহে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস মেঘালয়ে ক্ষমতায় এলে আগামী দিনে কী করবে, তার এক প্রকার ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মেঘালয়ে ক্ষমতা দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবার মেঘালয়ে রাজনৈতিক সভা করার পর আলিপুরদুয়ারেই হেলিকপ্টারে করে পৌঁছনোর কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলা নিয়ে প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সুভাষিনী গ্রাউন্ডে। মূলত বৃহস্পতিবার এই প্রশাসনিক সভা থেকে দুয়ারে সরকার কর্মসূচির বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দুয়ারে সরকারের উপভোক্তাদের হাতেও সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওই মঞ্চ থেকে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বেশ কয়েকটি প্রকল্পের ও উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার এই কর্মসূচি শেষ করে সুভাষিনী গ্রাউন্ড থেকে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তারপর ওখান থেকেই বিশেষ বিমানে কলকাতা বিমানন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।