আরও পড়ুন– উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
আজ, বুধবার জলপাইগুড়ি জেলা থেকে উত্তরবঙ্গের সাতটি জেলার চা বাগানের শ্রমিক, আদিবাসীদের জন্য জমির পাট্টা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলির জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই উত্তরবঙ্গ এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জেলাশাসকদের সঙ্গে পর্যালোচনা ও রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা হচ্ছে তা কেমন পারফরম্যান্স হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তা নিয়ে যেমন আলোচনা করেন তেমনি বাংলার বাড়ি, কর্মশ্রী প্রকল্প নিয়েও বিশেষ রিপোর্ট নেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। আজ, বুধবার জলপাইগুড়ি জেলার এই কর্মসূচির পর আগামিকাল, বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মঙ্গলবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার জলপাইগুড়ি জেলায় সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। জলপাইগুড়িতে আদিবাসীদের হাতে জমির পাট্টা দেবেন। তা ছাড়া উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ‘উত্তরকন্যা’ থেকে বেলা ১২টায় মুখ্যমন্ত্রী চলে যাবেন জলপাইগুড়িতে। সেখানে এবিপিসি মাঠে সরকারি সহায়তা প্রদানের কর্মসূচি রয়েছে।