TRENDING:

Mamata Banerjee Dulal Sarkar: খুন হওয়া 'চিরকালের পরিচিত' নেতার বাড়িতে মমতা, দুঃখেও বড় বার্তা! 'রহস্যের' কিনারা করতে চান তৃণমূল নেত্রী

Last Updated:

Mamata Banerjee Dulal Sarkar: মালদহে তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অন্যতম বাবলা সরকার ও চৈতালি ঘোষ সরকার। মালদহে এই দুই নেতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুব কাছ থেকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এবার সেই দুলাল সরকার ওরফে বাবলা সরকারের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে গিয়ে তিনি মৃত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এই খুনের ঘটনায় কঠোরতম পদক্ষেপ নেওয়ার জন্য় আগেই নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী।
দুলাল সরকারের বাড়িতে মমতা
দুলাল সরকারের বাড়িতে মমতা
advertisement

গত ২রা জানুয়ারি মালদহে খুন হন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। সেইদিনই সহযোদ্ধা মৃত্যুতে উদ্বেগ আর আক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদহে পৌঁছেই মুখ্যমন্ত্রীর গন্তব্য দুলাল সরকারের বাড়িতে যান মমতা। দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন: আমৃত্যু কারাবাসের শাস্তি, কেন ফাঁসি হল না সঞ্জয় রাইয়ের? জানলে ঘুম উড়ে যাবে!

advertisement

মালদহে তৃণমূলের পুরনো নেতাদের মধ্যে অন্যতম বাবলা সরকার ও চৈতালি ঘোষ সরকার। মালদহে এই দুই নেতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক। এদিন হেলিপ্যাডে নামার পর সোজা মুখ্যমন্ত্রী পৌঁছন মালদহের মহানন্দা পল্লিতে দুলাল সরকারের বাড়িতে‌। স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পৌনে চারটের সময় মুখ্যমন্ত্রী পৌঁছন তাঁদের বাড়িতে।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা? বাংলাদেশে হচ্ছে কী! ভারতকে এত বড় হুঁশিয়ারি?

advertisement

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আমি একা এসেছি। এই কেসে আমি বলতে পারি যে যত বড়ই হোক না স্ট্রং অ্য়াকশন নেওয়া হবে। কতগুলো কথা কানে এসেছে। ডিজি, এসপিকে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত।…ও আমাদের নিরলস কর্মী ছিল। মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ এমপি পাই না। কিন্তু কর্পোরেশন ভোটে কেউ কেউ জিতে যাই। দুর্ভাগ্য এটা। এর মধ্য়ে কী রহস্য রয়েছে। রহস্যটা জানি। অনেকরকম খেলা চলে। এই খেলা চললে তো মানুষের পক্ষে খারাপ হবে। জনপ্রিয়তা প্রথম থেকে ছিল। এমপি ইলেকশনে দুটো আসনে হারলাম। কাউন্সিলর ইলেকশনে দেখলাম জিতে গেল। আমি তো চাইবই আমাদের লোক জিতুক। কিন্তু রহস্যটা কী। রহস্যটা ভেদ করতে হবে।’

advertisement

সেবক দেবশর্মা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee Dulal Sarkar: খুন হওয়া 'চিরকালের পরিচিত' নেতার বাড়িতে মমতা, দুঃখেও বড় বার্তা! 'রহস্যের' কিনারা করতে চান তৃণমূল নেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল