TRENDING:

Mamata Banerjee Darjeeling: বাঁকে বাঁকে পোস্টার-ব্যানার! মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়

Last Updated:

Mamata Banerjee: GTA শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সরগরম পাহাড়৷ আজ দুপুর দুটো নাগাদ বিশেষ বিমানে বাগডোগরায় এসে পৌছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল দুপুর ১২'টা নাগাদ দার্জিলিং ম্যালে এক সঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথ নেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফর
advertisement

একই সঙ্গে নির্বাচনের আগে আবেদন জানিয়ে অনীত থাপার যে সব পোস্টার ছিল, তাতে সামান্য বদল আনা হয়েছে। সেখানে স্বাগত জানাতে অনীত থাপার পোস্টার দেওয়া হয়েছে। পাহাড়ের উন্নয়নে নয়া মাইলস্টোন যে দার্জিলিং হতে চলেছে তার উল্লেখ রয়েছে এই সব পোস্টারেই। বৃষ্টিস্নাত পাহাড়ে, এই ছবি কার্যত পাহাড়ের উৎসবের কথা মনে করিয়ে দিয়েছে (Mamata Banerjee Darjeeling)৷

advertisement

আরও পড়ুন : উত্তর খুঁজতে নাজেহাল ৯০ শতাংশ মানুষ! বলুন তো মানুষ কত দিন না ঘুমিয়ে থাকতে পারে?

আজ দুপুর দুটো নাগাদ বিশেষ বিমানে বাগডোগরায় এসে পৌছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল দুপুর ১২'টা নাগাদ দার্জিলিং ম্যালে এক সঙ্গে ৪৫ জন জিটিএ সদস্য শপথ নেবেন। জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন শপথ বাক্য পাঠ করাবেন (Mamata Banerjee Darjeeling)। আর এই অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব দার্জিলিং ম্যালে। মুখ্যমন্ত্রীর পাহাড় আসার পথে সাজ সাজ রব৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী আমাদের কাছে বরাবর স্পেশাল৷ আমি ওনাকে আমন্ত্রণ জানিয়ে এসেছি। উনি আসছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এবার আমাদের কাছেও স্পেশাল।"

advertisement

আরও পড়ুন : মুম্বই থেকে উঠল ট্রেনে, পৌঁছল না কলকাতা! কোথায় 'গায়েব' সাংসদের সুটকেস? খোঁজ পড়তেই তুলকালাম...

সূত্রের খবর, বাগডোগরা থেকে দার্জিলিং অবধি গোটা যাত্রা পথের একাধিক জায়গায় হাজির থাকবেন অনীত থাপার দলের সদস্য ও কর্মীরা। দুপুর বেলা যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন তাই বেশি সংখ্যক কর্মীকে হাজির থাকতে বলা হয়েছে। রোহিনী মোড় থেকে কার্শিয়ং অবধি নানা জায়গায় হাজির থাকবেন একাধিক সাংস্কৃতিক শিল্পীরা (Mamata Banerjee Darjeeling)৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সূত্রের খবর, অনীত থাপা নিজে হাজির থাকবেন কার্শিয়ং রেল স্টেশনের কাছে৷ এছাড়া দার্জিলিং  মোটর স্ট্যান্ড অবধি বিভিন্ন জনজাতির মানুষ তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে হাজির থাকবেন। অন্যদিকে সভাসদরা শপথ নেওয়ার পরেই হবে চিফ এক্সিকিউটিভ পদের শপথ গ্রহণ৷ আগামী ১৫ জুলাইয়ের পরে অনীত থাপা সহ গরিষ্ঠ অংশকে এই বিষয়ে রাজ্যের কাছে আবেদন করতে হবে। সরকার সেই মোতাবেক ব্যবস্থা নেবে৷ এরপর চিফ এক্সিকিউটিভ পদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে৷ আগামী পরশু ১৩ তারিখ নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন৷ সেই অনুষ্ঠানেও পাহাড়ে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee Darjeeling: বাঁকে বাঁকে পোস্টার-ব্যানার! মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল