মুখ্যমন্ত্রী আরও বলেন, "অনেক নেতা আছেন, বলেন এটা আলাদা করে দাও। ওটা আলাদা করে দাও। কেন, তুমি কি প্রধানমন্ত্রী হবে? উত্তরবঙ্গ কেন আলাদা করতে চাইছ? আজ সব বন্ধ করে দিয়েছে উত্তরবঙ্গের জন্য রেল। যা আমি করে দিয়ে গিয়েছিলাম। যারা কাজ করে না তারা বাজে কথা বলে। যারা বেশি লোভ করে তাদের বেশিদিন লোক ক্ষমা করে না।" একইসঙ্গে মমতা বার্তা দেন তৃণমূল কোনও ভাগাভাগি চায় না। সবাইকে নিয়ে একসঙ্গে থাকাতেই বিশ্বাসী তাঁর দল।
advertisement
আরও পড়ুন: কুয়াশা কমতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে কনকনে ঠান্ডা! বাংলার এই শহরে আবহাওয়ার বড় সতর্কতা!
মমতা এদিন বলেন, ১০০ দিনের কাজ প্রকল্পে বাংলার টাকা আটকে দেয় কেন্দ্রীয় সরকার। পালটা কেন্দ্রের দাবি, রাজ্য হিসেব দেয়নি, তাই বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থও হয়েছে রাজ্যের প্রতিনিধিরা। পরে অবশ্য কেন্দ্রের তরফে বরাদ্দের বেশ কিছুটা অর্থ দেওয়া হয় রাজ্য় সরকারকে।