আরও পড়ুনঃ ফের ইভিএম কারচুপির ইঙ্গিত! ‘কোনও জবাব দিতে পারছে না’…ইভিএমের চিপ বিতর্ক উস্কে দিলেন মমতা
তিনি বলেন, ‘আজও, শুধু বিজেপির নির্দেশের ভিত্তিতে, মুর্শিদাবাদের ডিআইজি বদল করা হয়েছে। এখন যদি মুর্শিদাবাদ এবং মালদহতে ভোটে হিংসা হয়, তার দায়ভার নির্বাচন কমিশন (ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া)-এর উপর বর্তাবে। কমিশনের বক্তব্যের ভিত্তিতে ইচ্ছাকৃতভাবে উচ্চ পদস্থ আধিকারিকদের পরিবর্তন করা হয়েছে বিজেপির স্বার্থসিদ্ধির জন্য।’
advertisement
মমতা আরও বলেন, ‘যদি হিংসা হয়, তাহলে কমিশন এর জন্য দায়ী হবে। কারণ এখানে আইনশৃঙ্খলা দেখছে নির্বাচন কমিশন।’ এদিন আলিপুরদুয়ারের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বলেন, ‘আমি যদি ২৬ দিনের জন্য কৃষকদের জন্য অনশন করতে পারি, আমি ৫৫ দিনের জন্যও অনশন করতে পারি। যুদ্ধ করতে জানি। আমি কাপুরুষ নই।’
মমতার এই সমস্ত অভিযোগ নিয়ে অবশ্য বরাবরই সরব হয়েছে বিজেপি৷ তাদের দাবি, হেরে যাওয়ার ভয়ে আগে থেকেই অজুহাত তৈরি করে রাখতে চাইছেন তৃণমূলনেত্রী৷