TRENDING:

Mamata Banerjee: 'ভোট পর্যন্ত সহ্য করব, তার পর টেনে টেনে সামনে আনব' বিজেপিকে চূড়ান্ত হুঁশিয়ারি মমতার

Last Updated:

প্রথম দু'দফার ভোটে একাধিক তৃণমূলের কর্মীদের খুন করেছে বিজেপি, এমনই দাবি করে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মমতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিনহাটা: নন্দীগ্রামে ভোটের পরদিনই ফের ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গে প্রচার শুরু করলেন মমতা। বললেন, 'নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন। নন্দীগ্রামে ভোট দেখে বলতে পারি আপনারা জয়ের দিকে তাকিয়ে থাকুন।' এদিন কোচবিহারের দিনহাটায় প্রথম সভায় বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন মমতা। প্রথম থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে আক্রমণ শুরু করেন মমতা।
advertisement

প্রথম দু'দফার ভোটে একাধিক তৃণমূলের কর্মীদের খুন করেছে বিজেপি, এমনই দাবি করে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মমতা। তাঁর কথায়, 'গুন্ডামি করে বেড়াচ্ছে। কোচবিহারে আমার কত ছেলেকে মেরেছে বিজেপি। খানাকুলে, কেশপুরে করছি। আমি শুধু শান্ত আছি ভোেটর জন্য। লড়াই করতে আমি জানি। নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়ে বলছি, ভোট পরিচালনা করছেন অমিত শাহ। জওয়ানদের সম্মান করি, কিন্তু বিজেপির নির্দেশে নন্দীগ্রামে তাণ্ডব করেছে তাঁরা। বিজেপির নামে ভোট দিন বলে অত্যাচার করছে তাঁরা। মা-বোনেদের বলছি, উলুধ্বনি-শঙ্খধ্বনি-আজানধ্বনি দিয়ে মা-বোনেরা প্রতিবাদ করুন। ছাড়বেন না।'

advertisement

এদিন ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, 'এগুলো সব গদ্দার। বিজেপির নিজস্ব কোনও প্রার্থী নেই। হয় সিপিএম থেকে, নয় তৃণমূল থেকে। তৃণমূলের থেকে টাকা খেয়ে এখন বিজেপিতে রাখতে গিয়েছে। এগুলো বড় বড় মীরজাফর। মনে রাখবেন, আমি মরে যাইনি, আমি চুড়ি পরে ঘরে বসে থাকি না।'

advertisement

মমতার আশ্বাস, 'তৃণমূল জাতপাতের রাজনীতি করে না। শীতলকুচিতে নতুন আইটিআই হচ্ছে। আমি জিতবই, অন্য প্রার্থীদের জেতান। তপশিলি আদিবাসীদের ভাতা দেওয়া হবে। দুর্বল ছেলেমেয়ে চাই না। এদের হাতে টাকা-গুন্ডা আছে, অমিত শাহ আছে। উত্তরপ্রদেশ, গুজরাটে, দিল্লিতে দাঙ্গা করেছিল। ভোটের দিন ভয় পাবেন না। টাকা দিলে নিয়ে নেবেন। মানুষ না খেতে পেলে দেবে না। দিনহাটার মানুষ প্রতিবাদ করুন। প্রতিটি বুথে লড়াই করো, ভোট দাও।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

মমতার ফের হুঁশিয়ারি, 'ভোট পর্যন্ত সহ্য করব, তার পর যেখানে যাবে সেখান থেকে টেনে নিয়ে আসব। আমরা করেছি, করে বলছি। বিজেপি কী করেছে? এলাকায় গন্ডগোল করতে আসে। ভোটের দিন ভয় পাবেন না আবার বলছি। এই ভোট আপনাদের অধিকার।'

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: 'ভোট পর্যন্ত সহ্য করব, তার পর টেনে টেনে সামনে আনব' বিজেপিকে চূড়ান্ত হুঁশিয়ারি মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল