এ দিন জলপাইগুড়িতে নির্বাচনী জনসভায় গিয়ে এই গুরুতর অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'আমাদের এখানে করোনা কী সুন্দর কমে গিয়েছিল৷ এতদিনে আরও বেশি মানুষকে যদি ভ্যাকসিন দেওয়া যেত তাহলে করোনা এত বাড়তেও পারত না৷ তার উপর ভোটের জন্য অন্য রাজ্য থেকে এখানে বহিরাগতদের নিয়ে এসেছে বিজেপি৷ আর তারাই এখানে এ সব রোগ ছড়িয়ে দিচ্ছে৷'
advertisement
গত কয়েকদিন ধরেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ মঙ্গলবার রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪৮০০ ছুঁয়েছে৷ একদিনের মৃত্যু হয়েছে ২০ জনের৷ রাজ্যে এখনও চার দফা নির্বাচন বাকি৷ ফলে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে৷
মুখ্যমন্ত্রী বার বারই অভিযোগ করছেন, রাজ্য সরকারের উদ্য়োগে মানুষকে বিনামূল্য়ে ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমতি চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ভোটের আগে৷ কিন্তু সেই অনুমতি দেয়নি কেন্দ্র৷
মুখ্যমন্ত্রী এ দিন অভিযোগ করেন, অসমে ভোট মিটতেই ফের বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হচ্ছে৷ অনেকের কাছেই নতুন করে নাগরিকত্ব প্রমাণের নোটিস যাচ্ছে৷ ফলে বিজেপি-কে ভোট দেওয়ার আগে মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷
এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, রাজ্যের এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা বলছেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ বিভিন্ন জেলার মানুষের মধ্যে বিভেদ ঘটানোরও চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
