TRENDING:

নির্বাচনের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা নেওয়া বন্ধ, রণক্ষেত্র মালদা

Last Updated:

মহানন্দা, কালিন্দী, ফুলহার আর গঙ্গা নদীর জলের দাপটে গত বছরের শেষের দিকে ভেসে গিয়েছিল মালদা ৷ এরপরই সেই বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় মালদা জেলা পরিষদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদা: মহানন্দা, কালিন্দী, ফুলহার আর গঙ্গা নদীর জলের দাপটে গত বছরের শেষের দিকে ভেসে গিয়েছিল মালদা ৷ এরপরই সেই বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় মালদা জেলা পরিষদ ৷  কিন্তু সোমবার সকালে আগাম নোটশ না দিয়েই সেই আবেদন জমা নেওয়া বন্ধ করে দেওয়ার অভিযোগে জেলা পরিষদের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষেরা ৷
advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল থেকেই জেলা পরিষদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষেরা ৷ গত শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন ৷ নির্বাচনের দিন ঘোষণার জন্যই সোমবার সকালে নোটিশ দিয়ে ফর্ম নেওয়া বন্ধ করে দেয় জেলা পরিষদ ৷ কিন্তু আগাম নোটিশ না দেওয়ার কারণে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিল কয়েকশো মানুষ ৷ সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ এমনকী, পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে বিক্ষোভকারী জনতা ৷ পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যায় ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে নামান হয় ব়্যাফ ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নির্বাচনের কারণে বন্যায় ক্ষতিগ্রস্থদের আবেদন জমা নেওয়া বন্ধ, রণক্ষেত্র মালদা