ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় মালদার জেএমএস হিন্দি বিদ্যালয় চত্বর।
স্কুল সূত্রের খবর, ক্লাসে গুড চাট ও ব্যাড টাচ সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হচ্ছিল। সেই সময় হঠাৎই কান্নাকাটি শুরু করে দেয় ছাত্রীরা। তাদের প্রশ্ন করতেই সামনে আসে শ্লীলতাহানির ঘটনা। স্কুলের দুই শিক্ষককেই কাঠগড়ায় তোলে পড়ুয়ারা।
ঘটনা জানাজানি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের পাশাপাশি বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থানীয়রা। অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।
advertisement
উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি হাতে তাড়া করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পালটা পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। সংঘর্ষে জখম হয় দু’পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীও।
শ্লীলতাহানির অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা হাইস্কুলেও। কাঠগড়ায় খোদ প্রধান শিক্ষক। সকালে স্কুলে ঢুকতেই তাঁকে ঘেরাও করে পড়ুয়ারা। সামিল হন অভিভাবকরাও। পুলিশ তদন্তের আশ্বাস দিলে রাত সাড়ে আটটা নাগাদ ঘেরাও ওঠে। এমন ঘটনায় উদ্বিগ্ন শিক্ষামহল। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিভাবকরাও।