TRENDING:

Maldah News: স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসায় সর্বস্বান্ত স্ত্রী, পাশে এসে দাঁড়াল ‘এই’ সংস্থা

Last Updated:

বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:স্বামীরচিকিৎসার খরচ জোগাড় করতে জমানো টাকা সহ অনন্য সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে। বাড়ি বন্ধক রেখে ঋণ করে টাকা নিতে হয়েছে। সেই টাকা দিয়ে নার্সিংহোমের বকেয়া টাকা জমা দিয়ে স্বামীর ছুটি করিয়েছেন পুরাতন মালদহের মহানন্দা কলোনির বাসিন্দা  অর্চনা পাল। তারপরও স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। টাকা পয়সার অভাবে নার্সিংহোম থেকে ছাড়িয়ে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বামীকে ভর্তি করিয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্বামীর তাপস পালের একটি পা কেটে বাদ দিয়েছেন চিকিৎসকরা। তারপরও সমস্যার সমাধান হয়নি। কেটে দেওয়া পায়ের আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন।
Maldah News: Bangiya Swarna Shilpi and Swarna Babsayi Samiti
Maldah News: Bangiya Swarna Shilpi and Swarna Babsayi Samiti
advertisement

মালদহ মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা অস্ত্রোপচার করার কথা জানিয়েছেন। একদিকে স্বামীর চিকিসা অপরদিকে সংসারের খরচ জোগাড় করতে চরম সমস্যায় পড়েছেন অর্চনাদেবী। মালদহ শহরের ঝলঝলিয়া এলাকায় কটি সোনার দোকানে কাজ করতেন শিল্পী তাপস পাল (৫০)। বাড়ি পুরাতন মালদার মহানন্দা কলোনি এলাকায়।গত দুই মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন তিনি।তার ডান পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। চিকিৎসকেরা আরও একবার অস্ত্র পচারের কথাও বলেছেন। তাপস পালের পরিবারের রয়েছেন স্ত্রী অর্চনা পাল ও দুই মেয়ে। এক মেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তাপস পাল। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর থেকেই চরম কষ্টে দিন কাটছে পরিবারের। নার্সিংহোমে অস্ত্রোপচারের পরেও সুস্থ হয়ে ওঠেননি তিনি। এখন আরো অস্ত্রপচার প্রয়োজন। তার ওপর সংসারের নিয়মিত খরচ। এমন অবস্থায় সাহায্যের আশায় অর্চনা দেবী। স্বামীর চিকিৎসা  সংসার খরচ টাকা জোগাড় করতে সাহায্যের আশায় বিভিন্ন জায়গায় গিয়েছে।

advertisement

আরও পড়ুন- বেলদায় জাতীয় সড়কে এমারজেন্সি ল্যান্ডিং, আগামী বছর থেকেই নামতে পারবে যুদ্ধ বিমান 

অসহায় স্বর্ণ শিল্পীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বঙ্গীয় স্বর্ণ শিল্পী  স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে। রবিবার স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ থেকে ওই পরিবারটির হাতে তুলে দেয়া হয় অর্থ ও খাদ্য সামগ্রী। সংগঠনের অফিসে ডেকে অর্চনা দেবীর হাতে তুলে দেওয়া হয় সমস্ত কিছু।  বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জল সরকার বলেন , একজন স্বর্ণশিল্পী মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি সোনার দোকানে কাজ করতেন। এখন তার শারীরিক অবস্থা খুব খারাপ। অসহায় অবস্থায় রয়েছে পরিবার। এই অবস্থায় সংগঠনের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। কিছু খাদ্য সামগ্রী তুলে ধরা হয় অসুস্থ স্বর্ণশিল্পীর স্ত্রীর হাতে।আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maldah News: স্বর্ণ ব্যবসায়ীর চিকিৎসায় সর্বস্বান্ত স্ত্রী, পাশে এসে দাঁড়াল ‘এই’ সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল