এদিনের উৎসবকে স্মরনীয় করতে মালদহের অভিজাত পরিবারে হোলি খেলা হল ফুলের পাপড়ি দিয়ে। সঙ্গে রইল শুকনো আবির। কোথাও রং বা জলের ছিঁটেফোটাও ছিল না। বছরের বিশেষ দিনে উৎসবে মাতবেন না তা আবার হয় নাকি। কিন্তু বাজার চলতি রং,আবির কতটা নিরাপদ এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই দিন কয়েক আগেই ফুলের
পাপড়ি ছড়িয়ে উৎসব পালনের পরিকল্পনা নেয় মালদহ শহরের বালুরচর এলাকার অভিজাত চিৎলাঙ্গিয়া পরিবার।
advertisement
পরিবারের সব মিলিয়ে জনা পঞ্চাশেক সদস্য। আজ একই সঙ্গে উৎসবে সামিল আট থেকে আশি সকলেই। একসঙ্গে নাচ,গান,হৈ হুল্লোর,খাওয়া দাওয়া কিছুই কম ছিল না। শুধু রং এ অভাব পূরন করল নানা রকম ফুলের পাপড়ি। গাদা ও গোলাপের পাপড়ি ছড়িয়ে একে অন্যকে রাঙিয়ে দিলেন। উৎসবের জন্য আগে থেকেই মজুদ করা হয়েছিল কয়েক বস্তা ফুলের পাপড়ি। দিনভর তা নিয়েই চলল হোলি খেলা। এবারের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম জানিয়েছেন, পরিবারে সদস্যরা। রং না থাকলেও তাতে মজা বিন্দুমাত্র কমেনি তা উন্মাদনার ছবিতেই স্পষ্ট।
Sebak DebSarma