TRENDING:

রং ব্রাত্য, ফুল দিয়ে হোলি পালন মালদহে

Last Updated:

হোলিতে কার্যতঃ ব্রাত্য রং। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে মালদহেও বেশীর ভাগ মানুষ এবার হোলি খেললেন নজিরবিহীন ভাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:- একেই বলে ‘ফুলো কি হোলি’। করোনো ভাইরাসের আতঙ্কের জন্য এবার রঙের বাজার মন্দা। হোলিতে কার্যতঃ ব্রাত্য রং। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে মালদহেও বেশীর ভাগ মানুষ এবার হোলি খেললেন নজিরবিহীন ভাবে আবির দিয়ে।
advertisement

এদিনের উৎসবকে স্মরনীয় করতে মালদহের অভিজাত পরিবারে হোলি খেলা হল ফুলের পাপড়ি দিয়ে। সঙ্গে রইল শুকনো আবির। কোথাও রং বা জলের ছিঁটেফোটাও ছিল না। বছরের বিশেষ দিনে উৎসবে মাতবেন না তা আবার হয় নাকি। কিন্তু বাজার চলতি রং,আবির কতটা নিরাপদ এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই দিন কয়েক আগেই ফুলের

পাপড়ি ছড়িয়ে উৎসব পালনের পরিকল্পনা নেয় মালদহ শহরের বালুরচর এলাকার অভিজাত চিৎলাঙ্গিয়া পরিবার।

advertisement

পরিবারের সব মিলিয়ে জনা পঞ্চাশেক সদস্য। আজ একই সঙ্গে উৎসবে সামিল আট থেকে আশি সকলেই। একসঙ্গে নাচ,গান,হৈ হুল্লোর,খাওয়া দাওয়া কিছুই কম ছিল না। শুধু রং এ অভাব পূরন করল নানা রকম ফুলের পাপড়ি। গাদা ও গোলাপের পাপড়ি ছড়িয়ে একে অন্যকে রাঙিয়ে দিলেন। উৎসবের জন্য আগে থেকেই মজুদ করা হয়েছিল কয়েক বস্তা ফুলের পাপড়ি। দিনভর তা নিয়েই চলল হোলি খেলা। এবারের অভিজ্ঞতা একেবারেই অন্য রকম জানিয়েছেন, পরিবারে সদস্যরা। রং না থাকলেও তাতে মজা বিন্দুমাত্র কমেনি তা উন্মাদনার ছবিতেই স্পষ্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Sebak DebSarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রং ব্রাত্য, ফুল দিয়ে হোলি পালন মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল