পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন স্থানীয়। আরও ৩ জন জড়িত বলে বিস্ফোরক দাবি ইংরেজবাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। তাঁদের মধ্যে মহম্মদ সামি আখতার নামের এক জন বিহারের কাটিহারের বাসিন্দা। অপর জন টিঙ্কু ঘোষ, ইংরেজবাজারের গাবগাছি অঞ্চলের বাসিন্দা। শুক্রবার সকাল পর্যন্ত মোট গ্রেফতার ২।
advertisement
আরও পড়ুন: মুখেই যত বড় কথা, ভারত চাইলে বাংলাদেশের কী করতে পারে! স্পষ্ট সেনাপ্রধানের মন্তব্যেই
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের প্লাইউড কারখানার কাছে দাঁড়িয়েছিলেন দুলাল। তিনি ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। বাইকে চেপে এসে তিন জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।
আরও পড়ুন: সঙ্গীকে নিয়ে দিঘা যাওয়ার প্ল্যান? এই কাগজটা না থাকলে হোটেল পাবেন না! বড় খবর জেনে নিন
একটি গুলি দুলালের মাথার কাছে লাগে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার সকালে হাসপাতাল থেকে দুলালের দেহ ইংরেজবাজারের মহানন্দাপল্লীর বাড়িতে নিয়ে আসা হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু এবং জেলা তৃণমূলের অন্য নেতারা। বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে ইংরেজবাজারে তৃণমূলের পার্টি অফিসে। শুক্রবার দুপুরে দুলালের শেষকৃত্য হওয়ার কথা।
সেবক দেব শর্মা