পুলিশের দাবি, মোবাইল ফোনে মিলেছে মৃত্যুর আগে দুই যুবকের ফোটোসেশনের একাধিক ছবি ও ভিডিও। ধৃত যুবককে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। কোথা থেকে অস্ত্র পেল মাত্র ১৮ বছরের যুবক? সেই হদিশ পেতে জিজ্ঞাসাবাদের জন্য যুবককে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কালিয়াচকের শ্রীরামপুরের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় যুবক সামিউল ইসলামের। মাত্র ১৮ বছরের যুবকের হাতে কীভাবে সেভেন এম এম পিস্তল এল? তা নিয়ে শুরু হয় হইচই। ঘটনার তদন্তে নেমে কালিয়াচকের গয়েশবাড়ির বাসিন্দা সফি আলীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
পুলিশ জানিয়েছে, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ধৃত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ধৃত সফি আলী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ। বাড়িতে টিকটক বা রিল বানানোর কথা স্বীকার করেছেন নিহতের আত্মীয়রাও।
ঝন্টু মণ্ডল, কালিয়াচক