TRENDING:

Malda News: রাতের অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

Malda News: একটু ভালভাবে চোখ ঘোরালেই  স্পষ্ট হবে হালকা আলো । একইসঙ্গে মানুষের গতিবিধি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ : আমবাগানের অনেকটা ভিতরে অস্থায়ী ছাউনি দেওয়া । সহজে কারওর নজর পড়বে না ওই এলাকা । দূর থেকে দেখে বোঝার উপায় নেই আম বাগানের ভেতরে কারও যাতায়াত আছে । কিন্তু , একটু ভালভাবে চোখ ঘোরালেই  স্পষ্ট হবে হালকা আলো । একইসঙ্গে মানুষের গতিবিধি । যেমনটা হয়েছে পুরাতন মালদহ থানার পুলিশের ক্ষেত্রে । এলাকায় পুলিশের রুটিন টহলদারি রয়েছে। কিন্তু, এতদিন কেউই টের পর্যন্ত পাননি ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সূত্র মারফত খবর পেয়ে আমবাগানের ভিতর একটু এগিয়ে যেতেই পুলিশের নজরে পড়ে জটলা । আরও একটু এগোতেই কার্যত চক্ষু চড়কগাছ । আম বাগানের ভেতরে সারি দেওয়া মোটরবাইক । অভিযোগ, এরই মধ্যে গোল করে বসে চলছে চুটিয়ে জুয়ার আসর । আচমকা গোপন ডেরায় পুলিশ এসে পড়তে পারে এমনটা কল্পনাও করতে পারেনি কেউ । ফলে পালানোরও সুযোগ হয়নি ।

advertisement

আরও পড়ুন :  মালদা মেডিক্যাল কলেজে বিনা ব্যয়ে লক্ষাধিক টাকার অস্ত্রোপচার, সুস্থতার পথে রোগী

গভীর রাতে পুরাতন মালদহের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় একটি আমবাগানের মধ্যেই অস্থায়ী ছাউনি গেড়ে চলছিল বেআইনি জুয়ার ঠেক । পুলিশের অভিযানে পাকড়াও ১০ জুয়ারি । পুলিশের দাবি, উদ্ধার হয়েছে প্রায় দেড় লক্ষ টাকার 'বোর্ড মানি' । আটক করা হয়েছে নয়টি মোটরবাইক ও বেশ কিছু মোবাইল ফোন । পুলিশ জানিয়েছে , ধৃতদের অধিকাংশের বাড়ি পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এবং সাহাপুর এলাকায় । একইসঙ্গে ওই ঠেক থেকে ইংরেজবাজার ব্লকের যদুপুর এলাকার কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ।

advertisement

আরও পড়ুন :  মালদহে মধ্যযুগীয় বর্বরতা! 'অপয়া', 'অলক্ষুণে' অপবাদ দিয়ে বিধবা বধূর উপর অকথ্য অত্যাচার শ্বশুরবাড়িতে

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট বোতলের ভিতরে যীশু ও স্যান্টাক্লজ, বড়দিনের আগে শিল্পীর কাজ দেখে মুগ্ধ নেটদুনিয়া
আরও দেখুন

উল্লেখ্য, এই জুয়ার ঠেক নিয়ে এলাকার মানুষজনের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু, স্থানীয় দুষ্কৃতীদের একাংশ জড়িত থাকায় ভয়ে কেউই মুখ খোলার সাহস পাচ্ছিলেন না। পুলিশকে জানিয়েও লাভ হবে কিনা এনিয়েও দ্বিধা ছিল মানুষের মধ্যে। তবে শেষ পর্যন্ত পুলিশ পদক্ষেপ নেওয়ায় খুশি স্থানীয় মানুষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রাতের অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল