জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম বিপুল মালি (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকায়। রবিবার রাতে হবিবপুরের দাল্লা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে আটক করা হয়। এরপরেই সামনে আসে চমকে দেওয়া তথ্য!
আরও পড়ুনঃ চারপেয়েদের দুষ্টুমিষ্টি কেরামতি! ২৮ বছর পর বহরমপুরে গ্র্যান্ড ডগ শো, মেগা ইভেন্ট দেখতে দর্শকদের ভিড়
advertisement
জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, ওই যুবক ভারতীয় নাগরিকই নন, তিনি ওপার বাংলার নাগরিক। তাঁর কাছে প্রয়োজনীয় নথি না থাকায় ওই যুবককে গ্রেফতার করে মালদহ পুলিশ।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন। এবার মালদহ পুলিশের জালে ওপার বাংলার এক যুবক। হবিবপুরের দাল্লা বাজার এলাকায় তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি বাংলাদেশি। প্রাথমিক অনুমান, গরু পাচার করার উদ্দেশ্য নিয়েই ধৃত যুবক অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিলেন। সোমবার তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।
