TRENDING:

রেশনে 'কারচুপি', মালদহে ডিলারের বাড়ি ঘেরাও, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

Last Updated:

পুখুরিয়া থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: রেশন সামগ্রী বিলিতে কারচুপির অভিযোগে তুমুল বিক্ষোভ মালদহের রতুয়ায়। ডিলারের বাড়ি ঘেরাও, পথ অবরোধে গ্রাহকেরা। পুখুরিয়া থানার সিমলা এলাকার ঘটনা। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় যান রতুয়া ২ ব্লক প্রশাসনের কর্তারা। পুখুরিয়া থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযুক্ত ডিলারকে হুশিয়ারিও দেয় পুলিশ। ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
advertisement

জানা গিয়েছে, সিমলা গ্রামের ওই রেশন দোকানে ৪ হাজারেরও বেশী গ্রাহক রয়েছেন। সিমলা ছাড়াও আশপাশের মুচিয়া, গোবরজনা, লখড়া প্রভৃতি গ্রামের গ্রাহকেরা ওই ডিলারের কাছ থেকে রেশন নেন। সোমবার ওই ডিলার সরকারি বরাদ্দের তুলনায় কম রেশম সামগ্রী নিতে গ্রাহকদের বাধ্য করছিলেন বলে অভিযোগ। এনিয়ে শুরু হয় উত্তেজনা। ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে গ্রাহকেরা। এরপর পাশেই আড়াইডাঙ্গা - শোভানগর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন কয়েকশো রেশন গ্রাহক। অবরোধের জেরে রাস্তা বন্ধ হয়ে যায়। এলাকায় পৌছন রতুয়া ২ ব্লকের জয়েন্ট বিডিও এবং পুখুরিয়া থানার ওসি।

advertisement

গ্রাহকেরা প্রশাসনের কাছে লিখিত ভাবে ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে ডিলারের দোকানে গিয়ে প্রকাশ্যে ধমক দেন পুলিশ কর্তারা। যদিও রেশন ডিলারের দাবি, কম মালপত্র দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। বিক্ষোভের পিছনে চক্রান্ত রয়েছে বলেও দাবি রেশন ডিলারের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sebak Deb Sarma

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রেশনে 'কারচুপি', মালদহে ডিলারের বাড়ি ঘেরাও, রাস্তা অবরোধ করে বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল