অভিযোগ সিকান্দারপুরের ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন প্রতিবেশী। মাঝেমধ্যে সুযোগ পেলেই নানা অশ্লীল ইঙ্গিত করত। প্রথম দিকে বিষয়টিকে তেমন আমল দেননি ওই মহিলা, বরং প্রতিবেশীকে এড়িয়ে় চলতে থাকেন তিনি। এতেই ক্ষোভ বাড়ে অভিযুক্ত প্রতিবেশীর। কুপ্রস্তাবে সাড়া না মেলায় এরপর ওই গৃহবধূর চরিত্র হননের পথে নামে সে । উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা বদনাম রটানো হয়। বিষয়টি জানাজানি হতেই প্রতিবাদ করেন ওই মহিলা। অভিযুক্ত প্রতিবেশীকে সতর্ক করেন তিনি।
advertisement
আরও পড়ুন - World Test Champianship : 'চক দে ইন্ডিয়া', টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
কিন্তু, এর পরিণাম এভাবে চোকাতে হবে তা ভাবেননি ওই গৃহবধূ। রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত পেশায় কাঠমিস্ত্রি পরেশ কর্মকার। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চলে অতর্কিত হামলা। মহিলার চোখ ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়। মহিলার চিৎকার শুনে ছুটে আসেন স্বামী। কোনও কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের সুযোগে তাঁর ওপরও হামলা চালানো হয়। হেনস্থা হওয়ার হাত থেকে রেহাই পায়নি উচ্চচ মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ির মেয়েও।
গোলমাল আন্দাজ করে প্রতিবেশীরা ছুটে আসেন। ওই সময় অভিযুক্ত প্রতিবেশী পালিয়ে যায়। স্থানীয়রাই স্বামী ও স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার পর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আক্রান্ত মহিলা। সুবিচার চেয়ে পুলিশের দারস্থ হয়েছে পরিবার। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা । পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবকেরও খোঁজ চলছে। এক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
Sebak Deb Sharma